সারা বছর একাধিকবার মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মী পুজো হয়ে থাকে। আর দুর্গোৎসবের পর হয় কোজাগরী লক্ষ্মী পুজো। এবার লক্ষ্মী পুজোর দিন পালন করুন কয়টি টোটকা। মা লক্ষ্মীকে তুষ্ট করতে এই কয়টি টোটকা বেশ উপকারী।