পরিবারে সুখ, শান্তি বজায় রাখতে বাস্তু শাস্ত্রের ওপর ভরসা করেন অনেকেই। শাস্ত্র মতে, বাড়ি বানালে কিংবা ঘর সাজালে জীবনের একাধিক জটিলতা থেকে মুক্তি মেলে। তেমনই আর্থিক অনট, পারিবারিক বিবাদ সব কিছু কেটে যায়। তবে, জানেন কি বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন ও আসবাব নয়। বাড়ির চারপাশের অংশও পড়ছে বাস্তু শাস্ত্রের মধ্যে।