সংক্ষিপ্ত
জ্যোতিষ (Astrology) মতে, কয়টি জিনিসের উল্লেখ আছে। শুভ কাজে যাওয়ার আগে যেগুলো দেখলে মিলতে পারে শুভ ফল। জেনে নিন কোনও কাজে সফল হতে কী কী দেখে যাবেন।
সামনেই বড় পরীক্ষা (Exam) অথবা রয়েছে চাকরির ইন্টারভিউ (Interview), কিংবা ব্যবসার (Business) কোনও বড় চুক্তি সাক্ষর করার কথা ভাবছেন। এই কাজে প্রস্তুতি নেওয়া শেষ। তা সত্ত্বেও মনে একটা ভয় কাজ করছে। এমন হওয়াই স্বাভাবিক। পরীক্ষায় ভালো ফল পেতে কিংবা চাকরিতে সফল হতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা (Astrological Tips)। জ্যোতিষ শাস্ত্রে রয়েছে, একাধিক টোটকা। জ্যোতিষ মতে, কয়টি জিনিসের উল্লেখ আছে। শুভ কাজে যাওয়ার আগে যেগুলো দেখলে মিলতে পারে শুভ ফল। জেনে নিন কোনও কাজে সফল হতে কী কী দেখে যাবেন।
দুধকে (Milk) সব সময়ই শুভ মনে করা হয়। যে কোনও পুজোয় দুধ ব্যবহৃত হয়। যদি কোনও শুভ কাজে যাওয়ার আগে দুধ দেখেন, তাহলে তা ভালো মনে করা হয়। শুভ কাজে যাওয়ার আগে দই খেয়ে যেতে পারেন। তা ছাড়া, কোনও ইন্টারভিউ (Interview) বা পরীক্ষা (Exam) দিতে যাওয়ার আগে গোরুকে ঘাস খাওয়াতে পারেন। এতে শুভ ফল মিলবে। দুধ সব সময় শুভ উপাদান হিসেবে চিহ্নিত করা হয়।
মন্দিরের ঘন্টার (Temple Bells) শব্দকে শুভ সংকেত ধ্বনি মনে করা হয়। যদি কোনও কাজে যাওয়ার আগে মন্দিরের ঘন্টা শোনেন, তাহলে জানবেন সুসংবাদ পেতে পারেন। মন্দিরের ঘন্টা সব সময় শুভ সংবাদ বয়ে আনে। সম্ভব হলে, কোনও কাজে যাওয়ার আদে মন্দিরে গিয়ে দেবতার দর্শন করা আসুন। দেখবেন যে কোনও কাজে সফল হবেন।
আরও পড়ুন: Astrological Tips: ভুলেও এই দিনগুলোতে তুলসী গাছে জল দেবেন না, জেনে নিন কী ক্ষতি হতে পারে
কোনও পুজোর অনুষ্ঠান থেকে শুভ কাজ, সবেতেই ফুল (Flower) ব্যবহৃত হয়। এই ফুলকে শুভ মনে করা হয়। কথিত আছে, যে কোনও কাজে যাওয়ার আগে ফুলের মালা দেখলে শুভ সংবাদ পেতে পারেন। তাই কোনও কাজে যাওয়া আগে যদি ফুলের মালা দেখতে পান, তাহলে জানবেন আপনি সফল হবেন। ফুল আপনাকে শুভ ইঙ্গিত দেয়।
শুভ কাজে যাওয়ার আগে কাক কিংবা চড়াইয়ের বাসা দেখেছেন? জানবেন, শুভ সংবাদ (Good news) আসতে পারে। কাক ও চড়াইয়ের বাসা দেখা অর্থ আপনার শুভ সময় আসন্ন। তা ছাড়া, কোনও পরীক্ষা দিতে যাওয়ার আগে কাককে রুটি খাওয়াতে পারেন। জ্যোতিষ (Astrology) মতে, আটার তৈরি রুটি কাককে খাওয়ালে শুভ ফল পেতে পারেন। এই টোটকা বেশ উপকারী। তা ছাড়া, আটার রুটি মাছকেও খাওয়ান। এই টোটকা আপনাকে শুভ সংবাদ এনে দেবে।