নানক ছিলেন একেশ্বরবাদী। আর 'ঈশ্বর নিরাকার' এই ধারণায় বিশ্বাসী হওয়ার কারণে অবতারবাদ এবং ঈশ্বরের পুনর্জন্মকে অস্বীকার করতেন। মূর্তিপুজো মানতেন না। নানকের ব্যক্তিত্ব এবং সাহস সবাইকে মুগ্ধ করেছিল। নানক ছিলেন বিনয়ী। নানকের বিভিন্ন গুণ এবং বিভিন্ন ধর্মের সমন্বয়সাধন পক্রিয়া খুব অল্প সময়ের মধ্যেই তাকে জনপ্রিয় করে তুলেছিল। এই সবকিছুর সাথে তিনি ছিলেন একজন অনুভূতিশীল কবিও। প্রচলিত প্রথার ঊর্ধ্বে গিয়ে তাই তিনি খুঁজতে চেয়েছিলেন এক পরম সত্যকে, যা তাঁকে আজও অমর করে রেখেছে। - লিখছেন অনিরুদ্ধ সরকার