রাত পোহালে নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচন। তার আগে রবিবার করিমপুর কলেজে তৈরি ডিসি ও আরসি থেকে ভোট কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রর উদ্যেশে রওনা দিচ্ছেন।এবার এই উপ নির্বাচনে মোট ২,৪০,৭৬৯ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে।
রং মিলল না গোলাপি ইডেনে। ম্যাচিং না পরেই ইডেন গার্ডেন্সে শোভন-বৈশাখী। দুই অপরিচিতকে দেখে কৌতূহলের শেষ ছিল না বাংলাদেশিদের মনে। কে ইনি জানতে সাংবাদিকদের প্রশ্নই করে ফেললেন একজন। চটজলদি উত্তরে সাংবাদিক জানালেন , ইনি কলকাতার প্রাক্তন মেয়র। প্রেমে খুব বিশ্বাসী। মুখ ঘুরিয়ে বক্তাকে দেখলেও মুচকি হাসি দিয়েই বেরিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়।