অবশেষে মিটল দূরত্ব। দীর্ঘ সতেরো বছর পর আবার এক সাথে সিধু আর পটা । জনপ্রিয়তার মধ্যগগণেই ব্যক্তিগত সমস্যার কারণে ছেদ পড়েছিল সম্পর্কে। আলাদা হয়ে গেছিলেন ক্যাকটাস ব্যান্ডের প্রধান দুই মুখ সিধু ও পটা। ফের ১৭ বছর পর ২০২১ সালে পুরোনো সম্পর্কে ফিরে একসুরে সুর মেলালেন ক্যাকটাসের এই জনপ্রিয় জুটি।