অবশেষে আজ হতে চলেছে সব প্রতীক্ষার অবসান। রবিবার হয়েছে কলকাতা পুরসাভা ভোট (KMC Election 2021) । আজ তার ফল ঘোষণা। আগামি ৫ বছর কার দখলে যেতে চলেছে ছোট লাল বাড়ি তা পরিষ্কার হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। সকাল ৮টা থেকে ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রতিটি গণনাকেন্দ্রেই থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। হাইকোর্টের নির্দেশে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা। এক একটি ঘরে থাকবে ৭টা করে টেবিল। সকাল ৬টায় গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন পুলিস কর্মীরা। মোট কাউন্টিং সেন্টার ১১টি। অফিসার মিলিয়ে মোতায়েন মোট ৩০০০ পুলিস। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commision)। তবে গণনা কেন্দ্রে করা যাবে না বিজয় উৎসব।