সেঞ্চুরিয়নে (Centurion) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)ও ডিন এলগারের (Dean Elgar)দল। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত ভারতের। ভালো শুরু দুই ওপেনার কেএল রাহুল ( KL Rahul) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal)।