রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্যসচিবকে ফের তলব করলেন রাজ্যপাল। উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে বিজেপির নুপুর শর্মার বির্তকিত মন্তব্যের জের হাওড়াতেও। এদিকে এর পাশাপাশি, শুক্রবার দুপুরেই পার্কসার্কাসে চলে গুলি। পুলিশ কর্মীর এলোমেলো গুলির ঘায়ে জখম হয়েছে এক পথচারী মৃত্যু হয় অন্যজনের। কিছুক্ষণ পরে আত্মহত্যা করে পুলিশ কর্মী চোডুপ লেপচা।এরপরই রাজ্যপাল টুইট করে, এদিন রাত ১০ টায় রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদীকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।