India vs South Africa T20: কটকের বারাবাটি স্টেডিয়ামে মঙ্গলবার, পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa first t20 match)।

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় টিম ইন্ডিয়ার (ind vs sa t20i)। প্রথম টি-২০ ম্যাচে ১০১ রানে জয় ভারতের। কটকের বারাবাটি স্টেডিয়ামে মঙ্গলবার, পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ind vs sa first t20 match)।

ভারত নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে

সেই ম্যাচেই ১০১ রানে জয় হাসিল করলেন সূর্যকুমার যাদবরা। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। আর প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। 

দলের ওপেনার অভিষেক শর্মা মাত্র ১৭ রানে ফিরে যান, সহ-অধিনায়ক শুভমান গিলের সংগ্রহে ৪ রান এবং অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ১২ রান। এই যখন অবস্থা, তখন দলের হাল ধরার চেষ্টা করেন তিলক ভার্মা এবং অক্ষর প্যাটেল। তিলকের ঝুলিতে ২৬ রান এবং অক্ষরের সংগ্রহে ২৩ রান। 

তবে যার কথা না বললেই নয়, তিনি হলেন অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। খেলেন ২৮ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস। এই ঝকঝকে ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। শেষপর্যন্ত, অপরাজিত থাকেন তিনি। 

অপরদিকে, শিবম দুবের ঝুলিতে ১১ রান এবং জীতেশ শর্মা ১০ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি, ২ উইকেট পান সিপামলা এবং ১টি উইকেট ডোনোভান ফেরেরার দখলে। 

জবাবে ব্যাট করতে নেমে কার্যত, তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ। দলের উইকেটকিপার-ব্যাটার তঅধিনায়ক তথা ওপেনার কুইন্টন ডি কক খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক এইডেন মার্করাম করেন ১৪ রান, ট্রিস্টান স্টাবসের ঝুলিতেও ১৪ রান, ডিওয়াল্ড ব্রেভিসের সংগ্রহে ২২ রান এবং ডেভিড মিলার মাত্র ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

ভারত জয়ী ১০১ রানে এবং ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া

এছাড়া ডোনোভান ফেরেরা মাত্র ৫ রান করেন, মার্কো জ্যানসেন ১২, কেশব মহারাজ ০, অ্যানরিক নর্টজে ১, লুথো সিপামলা ২ এবং লুঙ্গি এনগিডি মাত্র ২ রান যোগ করেন। বলা চলে, ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল প্রত্যেকে ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে ১টি করে উইকেট পান। 

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৪ রানে। ভারত জয়ী ১০১ রানে এবং ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।