বাংলা ধারাবহিক মধ্যে এখন অন্যতম 'কি করে বলবো তোমায়'। রাধিক-কর্ণের বলেও না বলা সম্পর্কের আবার নয়া মোড়। বিয়ের পিঁড়িতে বসছে দুজনে। প্রথম থেকে যে দুই ব্যক্তি কেবল ভালোবাসা বুঝিয়ে এসেছে, রাগ, অভিমান, তেজ দিয়ে, তারাই এবার হার মানল মনের কাছে। অফিসের বস কর্ণ তাই তাঁর চোখ রাঙানি রাধিকা দেখেছে, কিন্তু কখন যে সেই মানুষটাকে ভালো বেসে ফেলা, নিজেও বোঝেনি। উল্টোদিকের ছবিটাও এক, এক কর্মচারী রাধিকা, ডিজাইন নিয়েই অধিকাংশ সময় কথা বলা, এক সময় সেও মন দিয়ে ফেলে কর্ণকে। কিন্তু প্রেমের বহিঃপ্রকাশ ঘটত, কেবল মাত্র পেছনেই, সামনে কেউ কাউকে বুঝতে দিতে ছিল নারাজ, সেই কর্ণ ও রাধিকা অবশেষে একছাদের তলায়, কিন্তু একটাই কী সহজ এই দুইয়ের এক হওয়া...