বসিউডের একাধিক প্রথমসারির নায়িকাদের দিকে নজর ছিল রণবীর কাপুরের। একাধিকের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন তিনি। প্রথম থেকেই বিটাউনে একাধিক ক্রাস ছিল রণবীরের। পরবর্তীতে তা প্রেমে পরিণত হলেও পায়নি পরিণতী। সেই সম্পর্কে থাকা অভিনেত্রীদের ফিগার নিয়ে এবার কথা বললেন সিদ্ধার্থ।
মল্লিকা মানেই পর্দায় এক উষ্ণ আবেদন। তাঁর প্রতিটা ছবির উপস্থাপনা থেকেই যেন ভক্তদের মনে ওঠে নয়া ঝড়। মাডার থেকে শুরু, এরপর একই ধাঁচের ছবি করে হয় অভিনেত্রীর তখমা জিতে নিয়েছিলেন মল্লিকা।
সম্পর্কের জল কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায় তা বোঝা দায়। এমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সলমন খানকে। প্রথমটাতে বুঝতেই পারেননি তিনি খাল কেটে কুমির নিয়ে আসছেন। এমনটাই ঘটেছিল মালাইকা-অর্জুনের ক্ষেত্রে।