শীতের দাপটে নয়, খানিক আবহাওয়া কাবুতে এলেই বরফের খোঁজে ঘর ছাড়া অনেক পর্যটক। আর হাতের কাছে ফেব্রুয়ারি-মার্চে বরফ পতন মানেই উত্তর সিকিম। ঘোরার তালিকাতে এবার থাকুক লাচুং।
হাত আর মাত্র একটা রাত। বুধবার সকালেই পড়ছে পঞ্চমীর মহাতিথি। তাই শেষ পর্যায় সরস্বতী প্রতীমা কেনার জন্য শহরের আনাচে কানাচে উপচে পড়া ভিড়। বেলেঘাটা থেকে কুমারটুলি, ব্যাঙ্ক অব ইন্ডিয়া চত্বরে সারি সারি ঠাকুরের মেলা।