অন্যান্যবারের থেকে এবার উত্তরে তুষারপাত বেশখানিকটা বেশি হয়েছে। তুষারপাতের মাত্রা বৃদ্ধির কারণেই এবছর ঝাঁকিয়ে শীত। তবে জানুয়ারির শেষেও মিলল না স্বস্তি। বুধবার ২৩ বছর পর তুষারপাতের সাক্ষী থাকল নৈনিতাল। ভয়াল পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে পর্যটকেরা।
সম্প্রতি কলকাতার বুকে এক পাঁচতারা হোটেলে প্রকাশ্যে এল নুসরত ও নিখিলের ড্রিম প্রোজেক্ট। রঙ্গোলি নয়, এবার তার পরাশাপাশি নতুন প্রজন্মকে চমক দিতে অভিনেত্রী হাজির করলেন একরাশ নতুন পোশাকের কালেকশন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসেই খুনসুটিতে মাতলেন মিমি-নুসরত।