• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
06:30

Ei path Jodi na Sesh hoy: আড্ডার ফাঁকে ডাম্ব শারাড-এর ভুলভুলাইয়াতে মজলেন কাজল ও অলোক

Nov 16 2021, 09:59 PM IST

জি বাংলায় এখন বেশ জনপ্রিয়  ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়।' এশিয়ানেট নিউজ বাংলা হাজির জি বাংলার সেটে। সেখানেই দেখা গেল শ্যুটিং চলছে এই পথ যদি না শেষ হয়-এর। এই সিরিয়ালের অন্যতম দুই চরিত্র কাজল ও অলোক। শ্যুটিং ফ্লোরে কাজল-অলোকের সঙ্গে হল জমিয়ে আড্ডা। আড্ডার ফাঁকেই খেলা হল ডাম্ব শারাড। যার ভুলভুলাইয়াতে মজে গেল এই জুটি। তবে দু'জনেই অসাধারণ ডাম্ব শারাড খেললেন। খেলার মধ্যে দিয়েই ফুটে উঠল দু'জনের কেমিস্টি্র। দু'জনেই জানালেন কতটা আনন্দ করে তাঁরা অভিনয় করছেন। এই চরিত্রে অভিনয় করতে পেরে খুব খুশি কাজল। তিনি জানালেন এই চরিত্রটা তাঁর কতটা পছন্দের। সেই সঙ্গেই জানালেন মাঝখানে বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার এক নতুনত্ব চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে শুধু কাজলই নয় একই ভাবে নিজের চরিত্র নিয়ে অলোক জানালেন, এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি কতটা খুশি। এই কথা বলতে গিয়েও দু'জনের খুনসুটি ধরা পড়ল আরও একবার।

03:48

Purvanchal Expressway: অত্যাধুনিক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে সুলতানপুরে মোদী

Nov 16 2021, 07:10 PM IST

মঙ্গলবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে মোদী (Narendra Modi)। উত্তরপ্রদেশের সুলতানপুরে ছিল এই অনুষ্ঠান। ৩৪০ কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ে। কম সময়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে এই পথে। এর মধ্যে ৭টি ব্রিজ রয়েছে, ৭টি রেলওয়ে ওভারব্রিজ রয়েছে। ১১৪ মাইনর ব্রিজ রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এছাড়াও, ২৭১ টি আনডার পাস রেয়েছে এই রাস্তায়। বায়ুসেনার যেকোনও যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে পারবে এখানে। সাড়ে বাইশ হাজার কোটি টাকায় তৈরি এই এক্সপ্রেসওয়ে। মোদী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিন মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন উত্তরপ্রদেশের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ, এতে তাঁর নিজের গর্ববোধ হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের ভাগ্যবদল শুরু হয়ে গেছে’। মোদী এও বলেন, ‘বিকাশই যোগী সরকারের লক্ষ্য’।

02:07

Covid rules: করোনা আবহে এই নিয়মগুলি বাধ্যতামূলক স্কুলে, দেখে নিন

Nov 16 2021, 02:17 PM IST

কোভিড বিধি মেনে ২০ মাস পরে খুলল স্কুল। দীর্ঘদিন পরে স্কুল খোলায় খুশি পড়ুয়ারা। তবে করোনা আবহে কিছু নিয়ম বাধ্যতামূলক স্কুলে। করোনার কথা মাথায় রেখে স্কুলে মাস্ক বাধ্যতামূলক। সেই সঙ্গেই স্কুলে থাকছে স্যানিটাইজার। এছাড়াও রয়েছে একাধিক কোভিড বিধি। ছাত্র-ছাত্রীদের জন্য মাস্ক বাধ্যতামূলক সমস্ত স্কুলে। দূরত্ববিধি মেনেই ক্লাস হবে স্কুলে। স্কুলে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। অন্যের খাবার, খাতা-বই বা জলের বোতল ব্যবহার করা যাবে না। ঘন ঘন সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে। হাত পরিস্কার না করে মুখে হাত না দেওয়াই ভালো। শৌচালয়ে গিয়ে পর্যাপ্ত জল ব্যবহার করতে হবে। জ্বর, সর্দি বা কাশি নিয়ে স্কুলে যাওয়া চলবে না। স্কুলে যাওয়ার জন্য নিজের গাড়ি বা হেটে যাওয়াই ভালো।

Top Stories