• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
02:33

ভোট পরবর্তী হিংসার তদন্তে নন্দীগ্রামে সিবিআই যাওয়ার একদিনের মধ্যেই পুলিশি নিরাপত্তা পেল দেবব্রত মাইতির পরিবার

Sep 01 2021, 08:50 PM IST

মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার তদন্তে নন্দীগ্রামে যায় সিবিআই। সেখানে দেবব্রত মাইতির বাড়িতে যায় সিবিআই। ভোট পরবর্তী সন্ত্রাসে মৃত্যু হয় বিজেপি নেতা দেবব্রত মাইতির। দেবব্রত মাইতির পরিবারই এবার পেল পুলিশি নিরাপত্তা। তদন্তের পরের দিনই পুলিশি নিরাপত্তা দেখা গেল সেখানে। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার জেরে গুরুতর আহত হন চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি। চিকিৎসার পরেও কোনও লাভ হয়নি ১৩ মে তাঁর মৃত্যু হয় তাঁর। সেই ঘটনারই তদন্তে নেমে মঙ্গলবার নন্দীগ্রামের চিললগ্রামে দেবব্রত মাইতির বাড়িতে যায় সিবিআই। তারই ঠিক এক দিনের মাথায় পুলিশি নিরাপত্তা পেল দেবব্রত মাইতির পরিবার। 

 

04:56

মেয়ের চিকিৎসার জন্য ব্যাঙ্কে রাখা টাকা উধাও, টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ বাবা

Sep 01 2021, 01:00 PM IST

মেয়ের চিকিৎসার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা রেখেছিলেন ধীরেন্দ্রনাথ দাস। ব্যাঙ্কে সেই টাকা তুলতে গিয়েই হতবাক ধীরেন্দ্রনাথ বাবু। সেই টাকা নাকি আগেই তুলে নেওয়া হয়েছে, দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষর। অথচ ধীরেন্দ্রনাথ বাবু টাকা নাকি তোলেনইনি। তবে তাঁর টাকা গেল কোথায়, এই নিয়েই উঠছে এখন প্রশ্ন। ২০১৮ সালে রিটায়ারমেন্টের পর ২ লক্ষ টাকা কালনার স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে রেখেছিলেন ধীরেন্দ্রনাথ দাস। মেয়ের চিকিৎসার জন্যই রেখেছিলেন সেই টাকা। এখন সেই টাকাই না মেলার অভিযোগ জানাচ্ছেন ধীরেন্দ্রনাথ বাবু। ব্যাঙ্কের সঙ্গে কথা বলে কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়েই থানার দ্বারস্থ হন ধীরেন্দ্রনাথ দাস। ইতিমধ্যেই কালনা থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। মেয়ের চিকিৎসা এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে, টাকাটা কোনও ভাবে উদ্ধার হলে মেয়ের চিকিৎসা সম্ভব, জানালেন ধীরেন্দ্রনাথ বাবুর স্ত্রী। ধীরেন্দ্রনাথবাবুর এত দিনের সঞ্চয় ২ লক্ষ্য টাকার এখন কোনও হদিস নেই। আদউ সে টাকা তিনি ফিরে পাবেন কী না তা এখন অনিশ্চয়তার মুখে। অথচ টাকা না পেলে মেয়ের চিকিৎসাও করা সম্ভব না। এখন মেয়ের চিকিৎসার চিন্তায় ঘুম উড়েছে ধীরেন্দ্রনাথ বাবু এবং তাঁর স্ত্রী -র। 

Top Stories