• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
01:47

ধোনি -র ভোল বদল, 'দ্য উবর কুল ফক্স-হক' হেয়ার কাট করলেন মাহি

Jul 30 2021, 05:40 PM IST

নতুন হেয়ার স্টাইলে বদলে গিয়েছে মাহি -র লুক। মুম্বইয়ের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের হেয়ার স্টুডিওয় হামেশাই যান বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি থেকে ক্রিকেটাররা। সঞ্জয় দত্ত থেকে শাহিদ কাপুর, রণবীর কাপুর -দের প্রায়শই দেখা যায় সেখানে। সেখান থেকেই এবার নতুন লুক নিয়ে বেরোলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানে সুপার কুল লুকে দেখাগেল তাঁকে। তাঁর এই বিশেষ হেয়ার কাটটির নামও বেশ চমকপ্রদ 'দ্য উবর কুল ফক্স-হক কাট'। সুপার কুল লুকে নজর কাড়ছেন এখন ধোনি। ২৯ জুলাই চুল কাটাতে গিয়েছিলেন ধোনি। তারপর থেকে এই লুকেই দেখা যাচ্ছে মাহিকে।একটি সর্ব ভারতীয় প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী আলিম হাকিম প্রতি হেয়ার কাটে ২৫ থেকে ৪০ হাজার টাকা মত চার্য। সেখানে বিশেষ হেয়ার কাটে সেই রেট বাড়তেই পারে। তাই অনুমান করা যেতেই পারে এই নতুন হেয়ার কাটে নেহাত কম খশেনি মাহির।
 

Top Stories