• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
03:50

করোনার জেরে পুজো অনিশ্চয়তার মুখে, থিম শিল্পীদের কাপলে চিন্তার ভাঁজ

Jul 27 2021, 01:53 PM IST

করোনার জেরে গত বছরও পুজো হয়েছিল কোনওরকমে। এরপর কেটে গিয়েছে একটা বছর, এখনও কাটেনি করোনা ভয়। যেকোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে এখন মাথায় হাত ছোট থিম শিল্পীদের। করোনার জেরে পুজো এখন অনিশ্চয়তার মুখে। এই নিয়েই এখন চিন্তার ভাঁজ তাঁদের কপালে। করোনার জেরে তাঁদের এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে, জানাচ্ছেন থিম শিল্পী রঘুনাথ জানা। সরকার যদি পুজো করার নির্দেশ দেয় তাহলে কিছুটা বাজেট কমিয়ে হলেও থিমের প্যান্ডেল করে পুজো করা যাবে, জানাচ্ছেন পুজো উদ্যোক্তা বিলাল মাইতি। পুজো এখন অনিশ্চয়তার মুখে তবুও পুজোর অপেক্ষায় এখন দিন গুনছেন থিম শিল্পীরা। করোনা ভয় কাটিয়ে যদি কাজ মেলে, আশায় বুক বাঁধছেন তাঁরা।

Top Stories