ইউএনডিপি-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতের এমপিআই অথবা গ্লোবাল মাল্টিডাইমেনসনাল প্রোভার্টি ইনডেক্স ২০১৮ রিপোর্টে - দারিদ্রকে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার একাধিক বঞ্চনার মধ্যে দিয়ে পরিমাপ করা হয়েছে, এই ১০টি বিষয় নিয়ে ২০১৫-১৬ সালে ভারতের ৬৪০টি জেলায় সমীক্ষা চালান হয়েছিল- সমীক্ষা বলছে দারিদ্র ক্রমেই হ্রাস পাচ্ছে, ২০০৫-০৬ সালের তুলনায় তা ২০১৫-১৬ সালে হ্রাস পেয়েছে ২০ কোটি ৭১ লক্ষ, যা চিনের পারফরম্যান্সকেও পেছনে ফেলে দিয়েছে।