জলশক্তি মন্ত্রকের মতে হিমাচল প্রদেশের একটি জেলার নাম ১০০তম জেলা হিসেবে 'হার ঘর জল' মিশন প্রকল্পের অধীনে নথিভুক্ত করা হয়েছে। 'হার ঘর জল' প্রকল্পের সেই জেলাটি হল চাম্বা। বাকি চারটি জেলা হল, ভদ্রদ্রি, কাঠগুদাম, জয়শঙ্কর ভূপালপল্লি ও কোমরাম ভীম আসিফবাদ ও হরিয়ানার মেওয়াত।