• All
  • 21366 NEWS
  • 1782 PHOTOS
  • 4397 VIDEOS
27545 Stories by Web Desk - ANB

পুরভোটে আসানসোলে বুথ দখল করতে চলল 'শূন্য গুলি', তৃণমূল-বিজেপি প্রার্থীর মধ্যে হাতাহাতি বিধাননগরে

Feb 12 2022, 06:37 AM IST

আজ চার পুরনিগমে ভোট। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পুরনিগমের ভোটে অশান্তি রুখতে ও অবাধ ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। সেই কারণে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। আর নির্বাচনের আগে সব বুথগুলিকেই স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই কারণে নিরাপত্তার বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ ৯ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। যার মধ্যে সশস্ত্র পুলিশ থাকবে সাড়ে পাঁচ হাজার। আর সবথেকে বেশি নজর রাখা হবে বিধাননগরে। প্রসঙ্গত, এর আগে রাজ্য নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে ২২ জানুয়ারি ভোট হবে। কিন্তু, করোনার দাপটে পিছিয়ে যায় ভোটের দিনক্ষণ। পরে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি ভোট হবে চার পুরনিগমে। সেই মতোই সুষ্ঠভাবে নির্বাচন করাতে কয়েকদিন আগে থেকেই তৎপর নির্বাচন কমিশন।

Top Stories