পশ্চিমবঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চা আগামী ৩১ জানুয়ারী, দুপুর ১২টায়, ধর্মতলার “Y” চ্যানেলে, বিশাল জমায়েতের ডাক দিয়েছে। কৃষক বিরোধী কেন্দ্র সরকার ও বিজেপি’র বিরুদ্ধে এই “বিশ্বাসঘাতকতা দিবস” – এর সভায় রাজ্যের সব অগ্রণী কৃষক সংগঠন তাদের অগনিত সদস্য সমর্থক সহ অংশ নেবে।