প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস হিসেবে পালন করা হয়। গোটা বিশ্বে বর্তমানে পাঁচ প্রজাতির গণ্ডার আছে। তাদের সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয় বিশ্ব গণ্ডার দিবসে। এখন ব্ল্যাক রাইনো, হোয়াইট রাইনো, গ্রেটার ওয়ান-হর্নড রাইনো, সুমাত্রান রাইনো ও জাভান রাইনো রয়েছে বিশ্বে।