• All
  • 21366 NEWS
  • 1782 PHOTOS
  • 4397 VIDEOS
27545 Stories by Web Desk - ANB

Punjab Election 2022: স্বর্ণমন্দিরে রাহুল গান্ধী, দেখুন সেরা ১০টি ছবি

Jan 27 2022, 10:01 PM IST


পঞ্জাব বিধানসভা নির্বাচেনর (Punjab  Election 2022) আগেই পঞ্জাবে সফরে (Punjab Visit) রয়েছে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন তিনি কংগ্রেসের ভোট প্রার্থীদের সঙ্গেই অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple) গিয়েছিলেন। গুরুদ্বারে প্রাণাম করার পর আম আদমির মতই গুরুদ্বারের লঙ্গার খানায় একটি ভোজন করেন। যার ছবি ও ভিডিও  তিনি নিজের টুইটার হ্যান্ডল থেকেও শেয়ার করেছেন। তিনি বলেছেন, দরবার সাহেমে মাথানত করতে সর্বদাই তাঁর ভালো লাগে। তিনি নিজের অনুভূতি অনুভব করেন। তাঁর এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পঞ্জাবে কংগ্রেসের ঐক্য তুলে ধরার পাশাপাশি তিনি শিখ জাতিকেও বার্তা দিতে চাইছেন বলেও মনে করছেন অনেকে। 
 

Top Stories