জ্যোতিষেরই একটি ভাগ হল নিউমেরোলজি (Numerology) বা সংখ্যাতত্ত্ব। মানুষের জন্ম তারিখ অনুসারে তার ভবিষ্যত সম্পর্কে আন্দাজ করা হয়। ৫ জানুয়ারি, ২০২২ বুধবার দিনটি বুধ দ্বারা শাসিত। আজকের দিনটি পবিত্র, লাভ, ধর্ম, শিক্ষা ও গণিতের প্রতীক। এই দিনে জন্ম হলে জাঁকজমক লাভ করবেন।