Car Buying Guide: দ্রুত স্বপ্নের গাড়ি কিনতে চান? টাকা সঞ্চয় করতে মেনে চলুন এই ১০টি টিপস
স্বপ্নের গাড়ি কেনার জন্য আগে বাজেট তৈরি করুন, আয় বাড়ানোর চেষ্টা করুন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে নিয়মিত সঞ্চয় করুন, অব্যবহৃত জিনিস বিক্রি করুন এবং ঋণ পরিশোধ করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন।

বাজেট তৈরি করে নিন
সবার আগে বাজেট তৈরি করতে হবে। আপনার মাসের আয় কত, আর আপনার কোন খাতে কত খরচ হয় তা বিবেচনা করুন। এবার আপনার স্বপ্নের গাড়ির খরচ কত তা কিনতে আপনাকে কতটা চাপ নিতে হবে তা দেখে নিন।
আয় বৃদ্ধি করুন
স্বপ্নের গাড়ির দাম যদি আপনার বাজেটের বাইরে হয় তাহলে আয় বৃদ্ধির চেষ্টা করুন। চাকরির পাশাপাশি নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন।
টার্গেট সেট করুন
নিজের টার্গেট সেট করুন। ঠিক কোন বছরে গাড়ি কিনতে চান তা হিসেব করে নিন। এবার সেই অনুসারে বাজেট তৈরি করে নিন। মাসে কত টাকা রাখা দরকার তা ঠিক করুন। টাকা জমানোর জন্য আপনার অপ্রয়োজনীয় খরচ কমান।
সঞ্চয় নির্দিষ্ট করুন
প্রতি মাসে টাকা জমাতে হবে এই কথা মাথায় রাখুন। এক মাসে টাকা রাখলেন পরের মাসে রাখলেন না এমন করলে আপনারই বিপদ। প্রতি মাসে টাকা জমাতে হবে।
মুদিখানা থেকে ফোনের খরচ
টাকা সঞ্চয় করতে চাইলে মুদিখানা থেকে ফোনের খরচ সব কমাতে হবে। যে খাতে যতটা দরকার ততটা খরচ করুন। তার বেশি খরচ করলে আপনিই বিপদে পড়বেন। ছোট ছোট জিনিসের দিকে খেয়াল রাখুন তবেই স্বপ্ন পূরণ হবে।
অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন
অনেকের বাড়িতেই অব্যবহৃত জিনিস থাকে। সেগুলোকে বিক্রি করে দিন। এতে বাড়িও পরিষ্কার হবে সঙ্গে টাকাও আসবে। আর সেই টাকা গাড়ি কেনার জন্য সঞ্চয় করে রাখুন। ভবিষ্যতে আপনারই সুবিধা।
ঋণ পরিশোধ করুন
অন্য কোনও জিনিসের ঋণ থাকলে তা আগে পরিশোধ করে নিন। তারপর নতুন জিনিস কিনবেন। একসঙ্গে একাধিক জিনিসের EMI থাকলে শোধ করতে আপনিই সমস্যায় পড়বেন।
ঋণের মেয়াদ
অধিকাংশই এই ভুল করে থাকেন। বিশেষজ্ঞের মতে, ৪ বছরের বেশি EMI নেমেন না। এতে আপেক্ষিক ভাবে সুবিধা হচ্ছে মনে হলেও পরে আপনারই সমস্যা হবে। তাই ভেবে চিন্তে ঋণের দিন নির্দিষ্ট করুন।
ব্যয় নিয়ন্ত্রণ করুন
প্রতি উইকেন্ডে হয়তো আপনার পার্টি থাকে। কিংবা সুযোগ পেলেই আপনি লং ড্রাইভে চলে যান। এগুলো কমান। এতে প্রচুর অর্থ খরচ হয়ষ সেই অর্থ সঞ্চয় করুন। তবে দ্রুত আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন।
জরুরি খাতে বিনিয়োগ করুন
জরুরি খাতে বিনিয়োগ করুন। গাড়ির জন্য টাকা তো সঞ্চয় করবেনই। তার সঙ্গে একটি জরুরি খাতে বিনিয়োগ করুন। এতে কখনও কোনও বিপদ হলে তা সামাল দিতে পারবেন।

