Asianet News Bangla

বিয়ের পিঁড়িতে বাঙালি অভিনেত্রী পূজা, ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিশেষ মেসেজ

  • নয় বছরের সম্পর্কের অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়
  • হিন্দি টেলি অভিনেতা কুনাল বর্মার সঙ্গে ছবি শেয়ার করে খুশির খবর দিলেন পূজা
  • বিয়ের তারিখ নিয়ে যদিও মুখ খুললেননি 'হইচই আনলিমিটেড'র অভিনেত্রী
Actress Puja Banerjee is all set to tie a knot with Kunal Verma
Author
Kolkata, First Published Mar 9, 2020, 11:50 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

'তুঝ সঙ্গ প্রীত লগাই সাজনা' ধারাবাহিকের সেট থেকেই প্রেমকাহিনি শুরু পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল বর্মার। নিন্দুকেরা বলে বিনোদন জগতের সম্পর্ক নাকি বেশিদিন থাকে না। তাদের ভুল প্রমাণ করে নয় বছর ধরে রিলেশনশিপে রয়েছেন কুনাল-পূজা। 

আরও পড়ুনঃসুদূর আফ্রিকা থেকে বাংলাদেশ, সোশ্যাল বার্তায় প্রেমপর্ব সৃজির-মিথিলা

আর পড়ুনঃহোলির উদযাপনে ছোটপর্দার চাঁদের হাট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

২০১৭ সালে ১৬ অগাস্ট বাগদান সারেন এই কাপল। এবার আরও এক ধাপ এগিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পপ্যুলার এই জুটি। কুনালের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা। 

আরও পড়ুনঃসম্পর্কে কোন তিনটি জিনিস খোঁজে মেয়ে, করিনার প্রশ্নে উত্তর দিল সারা

ক্যাপশনে লিখেছেন, "আমি আজ খুব বড়ো খবর শোনাতে চলেছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আজ পর্যন্ত আমি একজন কন্যা, একজন বোন, একজন বন্ধু, একজন প্রেমিকা ছিলাম। এবার আমি একজন স্ত্রীয়ের ভূমিকায় পা রাখতে চলেছি। সময় হয়ে এসেছে সারাজীবন পাশাপাশি চলার। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি আমরা। আপনাদের শুভেচ্ছা চাই।"

ইতিমধ্যেই ভক্তদের উন্মাদনা বেড়ে গিয়েছে। শুভেচ্ছায় ভরছে টাইমলাইন। বিয়ের ডেট নিয়ে কৌতূহল বেড়েই চলেছে ভক্তদের মধ্যে। প্রত্যেকেই অনুমান করছে এ বছর পূজোর আগেই হয়তো বিয়ে সারবেন অভিনেত্রী।

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios