সংক্ষিপ্ত
- বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী সায়নী ঘোষ যোগ দিয়েছেন তৃণমূলে
- তৃণমূলে যোগ দেওয়ার পরই সায়নীক খোঁচা দিয়েছেন শ্রীলেখা
- যদিও সায়নী তৃণমূলে যোগদান নিয়ে স্পিকটি নট
- সায়নীর শাসকদলে যোগ দেওয়ার পরেই মিমে ভরে গিয়েছে অন্তর্জাল
বিধানসভা নির্বাচনে যেন পালাবদলের হিড়িক পড়েছে। গতকালই তৃণমূলে যোগ দিয়েছেন টলিপাড়ার একঝাঁক তারকা। কিন্তু সকলের মধ্যে নজর কেড়েছেন বামপন্থী মনোভাবাপন্ন অভিনেত্রী সায়নী ঘোষ। এতদিন যিনি ছিলেন বামপন্থী,ঠোঁটকাটা বলে যার পরিচিতি রয়েছে টলিপাড়ায় এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি পথেও নেমেছেন একসময়ে তিনিই কিনা গতকাল ডানলপ মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিলেন তৃণমূলে। শাসকদলে যোগ দেওযার পরেই মিমে ভরে গিয়েছে সামাজিক মাধ্য়ম।
অভিনেত্রীর সায়নীর যোগদান যেন বিশেষ ভাবে ছাপ ফেলেছে বন্ধু তথা নেটিজেনদের মনে। অনেকেই তার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সামাজিক মাধ্য়মের এত ড্রামাডোলের মধ্যে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী শ্রীলেখা মিত্র টুইটে বিদ্ধ করেছেন সায়নীকে। তৃণমূলে যোগ দেওয়ার পরই সায়নীক খোঁচা মেড়ে শ্রীলেখা লিখেছেন, 'তোর কাছে এটা আশা করিনি সায়নী। তুইও শেষে বিক্রি হয়ে গেলি। খেলতে নেমে গেলি। দেখে খারাপ লাগছে'।
যদিও সায়নী তৃণমূলে যোগদান নিয়ে মুখ না খুললেও অভিনেত্রী জানিয়েছেন, 'বাংলা ঘরের মেয়েকেই চাই'। কিছুদিন আগেই গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। হিন্দু ধর্মের অপমান করেছেন বলে অভিযোগ উঠেছিল সায়নীর বিরুদ্ধে। বিষয়টি আদালত পর্যন্তও পৌঁছায়। সেই সময় সায়নীর পাশে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই গুঞ্জন শুরু হয়। অবশেষে কাল পাকাপাকি শিলমোহর দিলেন অভিনেত্রী। তবে গতকাল সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘন্টা পেরতে না পেরতে আজ নাড্ডার সফরেই বিজেপি-তে যোগ দিলেন পায়েল সরকার। একদিকে শাসকদলের নুসরত-দেব-মিমির মতো হেভিওয়েট সাংসদের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছেন বঙ্গ বিজেপির পায়েল-যশরা ।
২১-শের বঙ্গ ভোটকে লক্ষ করেই পালাবদলের হিড়িক চলছে। টলিপাড়াতেই যেন বিভেদ চলছে। কেউ শাসকদল তো কেউ গেরুয়া শিবির, একের পর এক রাজনৈতিক পালাবদলে সরগরম বঙ্গ রাজনীতি। বাংলা দখল করতে যেন ঝাঁপিয়ে পড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বারংবার আসছে বঙ্গ সফর। কে যাবে তৃণমূলে আর কে যাবে বিজেপিতে। এই নিয়ে চলছে জল্পনা। টলিউডে অদলবদল। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই যেন দলবদলের হিড়িক বেড়ে চলেছে। রাজনৈতিক টালবাহানার মধ্যে টলিপাড়ার তারকারা যোগ দিচ্ছেন তৃণমূল- বিজেপি-তে।