সংক্ষিপ্ত

  • বলিউডে জানেন কীভাবে বক্স অফিসে ঝড় তুলতে হয়
  • দেশ জুড়ে প্রেক্ষাগৃহ, তবুও সংতর্পনে পদক্ষেপ
  • বাংলায় মিলছে না এর স্বরুপ
  • টুইট করে বার্তা অঙ্কুশের

বলিউডে পর্দায় টক্কর। তাকে ঘিরেই হাজারা জল্পনা বিটাউনে। চলতি বছর ইদে যে চেহারা ধরা পড়েছিল টলিউডের পর্দায় ঠিক একই চেহারা পুনরায় ধরা পড়তে চলেছিল আগামি বছর বলিউডের পর্দায়। কিন্তু তেমনটা মোটেও হতে দিল না বলিউড। আগামি বছর ইদের বাজারকে পাকির চোখ করেছিলেন বলিউডের দুই তারকা। এক সলমন খান, দুই অক্ষয় কুমার। তবে এতে দেখা দিতে পারে সমস্যা। সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বদল করলেন ছবির পরিচালক রোহিত শেট্টি। স্থির করলেন পরিবর্তন করা হবে ছবি মুক্তির দিন। সমলন খানের ছবি ইদে ও অক্ষয় কুমারের ছবি মার্চ মাসেই মুক্তি পাবে। এই খবর প্রকাশ্যে আসার পরই মুখ খোলেন টলিউড তারকা অঙ্কুশ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের নজরে নিয়ে আসেন এক গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক এই বছরই টলিউড সাক্ষি থেকেছে এমনই এক ইদের যেখানে একই সঙ্গে দুই সুপারস্টার দেব এবং জিৎ-এর ছবি। সেই নিয়ে উত্তালও হয়েছে বসুশ্রী। তবে অঙ্কুশের বক্তব্যে উঠে এলো আরো বড় দিক। তিনি লিখলেন, বলিউডের বাজার গোটা দেশ জুড়ে। মোটের ওপর ৫০০০টা প্রেক্ষাগৃহ, তবুও এতো বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন তারা, আর বাংলার দখলে কেবল মাত্র ১৫০ টা প্রেক্ষাগৃহ। তাতেও এই ধরনের সিদ্ধান্ত কেন নিয়ে উঠতে পারে না টলিউড, কবে আসবে টলিউডের এই দিন।