লকডাউনে আবারও সামাজিক ইস্যুতে সোচ্চার হলেন অপর্ণা সেন রাজনীতিকদের বিভাজনমূলক রাজনীতি থেকে বিরত থাকতেও অনুরোধ করেছেন অপর্ণা সম্প্রতি টুইট বার্তায় অভিনেত্রী সচেতনার এই বার্তাই দিয়েছেন নিজের দেশ এবং পৃথিবীর সকলের স্বার্থে বাড়িতে থাকুন

পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন সর্বদাই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। এনআরসি নিয়েও শান্তিপূর্ণভাবে আন্দোলনের বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। বর্তমান পরিস্থিতিতে করোনা এক ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী । সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। এহেন পরিস্থিতিতে আবারও সামাজিক ইস্যুতে সোচ্চার হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন।

আরও পড়ুন-লকডাউনে কলকাতা পুলিশকে কুর্নিশ মিমির, টুইট ভিডিওতে ধন্যবাদ অভিনেত্রীর...


সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিধিনিষেধ মানতে সকলকে অনুরোধ জানাচ্ছেন অপর্ণা সেন। এর পাশাপাশি এই পরিস্থিতিতে রাজনীতিকদের বিভাজনমূলক রাজনীতি থেকে বিরত থাকতেও অনুরোধ করেছেন অপর্ণা সেন। সম্প্রতি টুইট বার্তায় অভিনেত্রী সচেতনার এই বার্তাই দিয়েছেন। দেখে নিন টুইট পোস্টটি।

আরও পড়ুন-'সেলুলয়েডে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে', নিম্মিকে শেষ শ্রদ্ধা ঋতুপর্ণার...

Scroll to load tweet…

কয়েকদিন আগেও অপর্ণা সেন একটি টুইট করে জানিয়েছিলেন,'করোনা আমাদের একটি শিক্ষা দিয়ে গেল যে আসন্ন মৃত্যুর মুখে সব মানুষই সমান। আমি আশা করছি এরপরও আমরা কেউ বিভাজনমূলক রাজনীতিতে ফিরে যাব না। আসুন বরং আমরা আমাদের ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে সচেষ্ট হই।'

Scroll to load tweet…

তবে এখনও পর্যন্ত যারা এই বিধিনিষেধ মেনে চলছেন না এমনকী সামাজিক দুরত্বও বজায় রাখছেন না তাদের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি আরও জানিয়েছন, 'এখনও এমন কিছু লোক আছেন যারা এই ভাইরাসের গুরুত্ব বুঝে উঠতে পারছেন না। নিজের দেশ এবং পৃথিবীর সকলের স্বার্থে বাড়িতে থাকুন। সকলে মিলে একসঙ্গে লড়াই না করলে এই ভাইরাস পিছু ছাড়বে না।'