এ যেন হুবহু উত্তম কুমার। প্রথম দেখাতে তেমনটাই মনে করেছেন নেটিজেনরা। এককথায় বলতে গেলে যেমন দাদু তার তেমনি নাতি। সুইমিং পুলের ধারে অন্তর্বাস পরে খোশমেজাজে দাঁড়িয়ে রয়েছেন পর্দার মথুরবাবু। ঠিক একইরকম ভঙ্গি, যেন স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। পুরোনো দিনে সেই তরুণ উত্তমকেই যেন সকলে দেখছেন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ছবিগুলি। 

এ যেন হুবহু উত্তম কুমার। প্রথম দেখাতে তেমনটাই মনে করেছেন নেটিজেনরা। এককথায় বলতে গেলে যেমন দাদু তার তেমনি নাতি। টলি অভিনেতা তথা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের ছবি দেখে সকলেই একথা বলছেন। মহানায়ক উত্তম কুমারের পুরোনো স্মৃতিই যেন উস্কে দিলেন অভিনেতা। ছবি তোলার ভঙ্গি থেকে পোশাক, সবটাই যেন মিলে গেল।

View post on Instagram

গত সোমবার ইনস্টাগ্রামে নিজেদের কোয়ালিটি টাইমের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন গৌরব। স্ত্রী দেবলীনার সঙ্গে বেড়াতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সুইমিং পুলের ধারে অন্তর্বাস পরে খোশমেজাজে দাঁড়িয়ে রয়েছেন পর্দার মথুরবাবু। ঠিক একইরকম ভঙ্গি, যেন স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। পুরোনো দিনে সেই তরুণ উত্তমকেই যেন সকলে দেখছেন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ছবিগুলি।

আরও পড়ুন-বোতাম খোলা জ্যাকেটে সুস্পষ্ট 'বক্ষ-বিভাজিকা', অন্তর্বাস দেখাতে গিয়েই চরম ট্রোলড স্বস্তিকা

আরও পড়ুন-'অন্তঃসত্ত্বায় হারিয়ে ফেলেছিলাম যৌনতার আগ্রহ', তলানিতে ঠেকেছিল সঙ্গম, অজানা রহস্য ফাঁস করিনার

আরও পড়ুন-যৌন খিদে মেটাতেই কি এই নয়া কৌশল, শরীরী কামের নেশায় আসক্ত আমির কেন ছাড়ছেন না কিরণকে

View post on Instagram

সহস্র অনুরাগীর হৃদপন্দন বাড়িয়ে তোলা ছবিতে হু হু বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা। খালি অন্তর্বাসে যেন স্বয়ং উত্তমের সঙ্গেই হুবহু মিল পাচ্ছেন নেটিজেনরা। তবে পর্দার ধুতি পরা মথুরবাবুর এই হট অবতার দেখেই পাগল হয়েছেন ভক্তরা। অন্য মেজাজে গৌরবকে দেখে সকলেই মুগ্ধ। অন্যদিকে স্ত্রী দেবলীনাও টোনড ফিগারে সুইমসুটে ঝড় তুলেছেনয আপাতত ভ্যাকেশন মুডে রয়েছেন টলিপাড়ার এই নবদম্পতি। প্রতিটি ছবিই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।


YouTube video player