সংক্ষিপ্ত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়। হঠাৎ কী হল অভিনেত্রীর তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। গত শুক্রবার নিজেই সেই খবর শেয়ার করেছেন টলি নায়িকা। শুটিং থেকে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন দোলন, তারপরই শরীরে অস্বস্তি বাড়তেই ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রী দোলন রায় জানিয়েছেন, হিট স্ট্রোকের কারণেই তাকে শ্যুটিং থেকে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়। অভিনেত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়েই সকল ভক্তরাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়। হঠাৎ কী হল অভিনেত্রীর তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। গত শুক্রবার নিজেই সেই খবর শেয়ার করেছেন টলি নায়িকা। শুটিং থেকে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন দোলন, তারপরই শরীরে অস্বস্তি বাড়তেই ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রী দোলন রায় জানিয়েছেন, হিট স্ট্রোকের কারণেই তাকে শ্যুটিং থেকে ফিরেই হাসপাতালে ভর্তি হতে হয়। অভিনেত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়েই সকল ভক্তরাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
হাসপাতাল থেকেই ছবি শেয়ার করেছেন দোলন, যেখানে দেখা যাচ্ছে নীল রঙের গাউন পরে শুয়ে রয়েছেন দোলন রায়। হাতে স্যালাইনের চ্যানেল। এই ছবি পোস্ট করেই দোলন লিখেছেন, কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরেই হিট স্ট্রোক হয়েছে। এখন নার্সিংহোমে ভর্তি রয়েছি। সকলের শুভেচ্ছায় আশা করছি শীঘ্রই কাজে ফিরব। সংবাদমাধ্যমকে দোলন জানিয়েছেন, শ্যুটিং থেকে ফিরেই শরীর খারাপ লাগছিল। এখন একটু ঠিক আছি। তবে আশা রাখছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো।
টলিপাড়ার জনপ্রিয় মুখ দোলন রায় এই মুহূর্তে টুম্পা অটোওয়ালি ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনয়ে যে তিনি কতটা পারদর্শী তা আর বলা অপেক্ষা রাখে না। সকলেই তার অভিনয় পছন্দ করে। তবে আচমকা অভিনেত্রীর অসুস্থতার খবরে সকলেই হতবাক। সোশ্যাল মিডিয়াতে হাসপাতালে শুয়ে থাকার ছবিটি প্রথমে ভাইরাল হয়েছিল, অনেকেই ভেবেছিলেন এটা কোনও শ্যুটের ছবি। তার পর জানা যায়, দোলন রায় সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন। এবং হাসপাতালেও ভর্তি রয়েছেন। সকলেই দোলনের পোস্টের কমেন্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সকলের শুভেচ্ছা ও ভালবাসায় তিনি যেন জলদি বাড়ি ফিরতে পারেন সেকথা জানিয়েছেন ভক্তরা। অভিনেত্রী দোলনও সকলকে ধন্যবাদ জানিয়েছেন। গরম পড়তে না পড়তেই নাজেহাল প্রত্যেকে। তাপমাত্রার পারদ যেন এখনই তুঙ্গে। রোদের দিকে তাকালেই যেন শরীরটা নিমেষে ঝিমিয়ে যাচ্ছে। একদিকে তাপমাত্রার দাবদাহ, আর অন্যদিকে শরীরে অস্বস্তি। গরমে যেন ক্লান্তি আরও চেপে বসছে শরীরে। গরমে শরীর ক্লান্ত লাগার প্রধান কারণ হল হিট স্ট্রেস। গরমে এই হিট স্ট্রেসের সমস্যায় কম বেশি সকলেই ভুগে থাকি। তাপমাত্রা যেহারে বাড়ছে তাতে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের অনেক বেশি হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যা প্রচন্ড ঝুঁকিপূর্ণ।অভিনেত্রী দোলনও হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।