যত দিন যাচ্ছে ততই যেন পরিণত হচ্ছেন টলি সুন্দরী ইশা সাহা ( Ishaa saha)।  কেরিয়ারের শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে অন্য একটা ফ্যানবেস তৈরি করে নিয়েছেন ইশা। কাজের চাপও যেমন বাড়ছে, তেমনই অভিজ্ঞতাও বাড়ছে, তার প্রতিফলনও স্পষ্ট চোখেমুখে। টলিউডে অল্প কয়েকদিনের মধ্যেই নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন ইশা সাহা। একের পর এক ছবি থেকে ওয়েবসিরিজে দাপিয়ে অভিনয় করছেন ইশা ( Ishaa saha) । অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও ঝড় তুলছেন ইশা। বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা।  বড় পর্দার পাশাপশি ওয়েব সিরিজেও জনপ্রিয়তা বাড়ছে ইশার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম  খুললেই চোখে পড়ছে হট অবতারের একের পর এক ছবি। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টা-তে ব্যাকলেস ছবি শেয়ার করেছেন ইশা।

যত দিন যাচ্ছে ততই যেন পরিণত হচ্ছেন টলি সুন্দরী ইশা সাহা ( Ishaa saha)। কেরিয়ারের শুরু থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে অন্য একটা ফ্যানবেস তৈরি করে নিয়েছেন ইশা। কাজের চাপও যেমন বাড়ছে, তেমনই অভিজ্ঞতাও বাড়ছে, তার প্রতিফলনও স্পষ্ট চোখেমুখে। টলিউডে অল্প কয়েকদিনের মধ্যেই নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন ইশা সাহা। একের পর এক ছবি থেকে ওয়েবসিরিজে দাপিয়ে অভিনয় করছেন ইশা ( Ishaa saha) । 

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও ঝড় তুলছেন ইশা। বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা ( Ishaa saha) । বড় পর্দার পাশাপশি ওয়েব সিরিজেও জনপ্রিয়তা বাড়ছে ইশার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে হট অবতারের একের পর এক ছবি। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টা-তে ব্যাকলেস ছবি শেয়ার করেছেন ইশা ( Ishaa saha backless Photo) । হল্টার নেক বিকিনিতে চুঁইয়ে পড়ছ উষ্ণতা। মিনি স্কার্টে উন্মুক্ত অনাবৃত উরুতে চোখ আটকে নেটিজেনদের। কোমরের ভাঁজে পাগল হয়েছেন ভক্তরা। শরীর নেশায় অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।

View post on Instagram

আরও পড়ুন-বক্ষযুগল ঢাকলেন গোলাপি ফুলে, 'ব্রা' ছাড়াই ব্লেজার চাপিয়ে ফের ভাইরাল উরফি

আরও পড়ুন-পোশাকের ফাঁক দিয়ে স্তনের উঁকিঝুকি, হাই থাই স্লিটে 'গোল্ডেন কুইন' রাইমা

আরও পড়ুন-সাদা বালিয়াড়িতে প্যান্ট ছাড়াই আনমনা শ্রাবন্তী,লো নেকের খাঁজে ভিড়মি খেলেন ভক্তরা

তবে এই প্রথমবার নয়, এর আগেও ব্যাকলেসে আগুন জ্বালিয়েছেন ইশা সাহা। মিনি স্কার্ট, সঙ্গে হলুদ রঙের বিকিনি, চোখ সানগ্লাস পরে ছবিতে পোজ দিয়েছেন ঈশা। অভিনেত্রীর হট অবতারে আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায়। খোলা পিঠেই যেমন যেন চোখ আটকে ভক্তদের ।ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। লাইক-কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেক্সি ফিগারে হট পোজ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। 'প্রজাপতি বিস্কুট' সিনেমা করেই সকলের মন জিতে নিয়েছেন ইশা ( Ishaa saha) । এখানেই থেমে নেই বঙ্গতনয়া। ইতিমধ্যেই অভিনেত্রী ইশা টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয়। ছবি, ভিডি, ফোটোশুটে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন টলিপাড়ার ক্যুইন। হট মুভসে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বঙ্গতনয়া। টলিপাড়ার 'সেক্সিয়েস্ট' ইশা সাহা যেন একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। কখনও সিরিয়াল কখনও বা ওয়েবসিরিজ অভিনেত্রীর শরীর বিহঙ্গে চোখ ফেরানো দায়। ওয়েব সিরিজ ছাড়াও ফোটোশ্যুটেও নজর কাড়ছেন অভিনেত্রী। ইশা সাহার বোল্ডনেসে কাঁপছে গোটা টলিপাড়া। মাত্র কয়েকদিনের মধ্যেই রাতারাতি নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন মিষ্টি মেয়েটি। চলতি বছরে একগুচ্ছ ছবির কাজও রয়েছে ইশার ( Ishaa saha) হাতে। প্রযোজক অভিনেতা দেবের 'কাছের মানুষ' ছবিতে দেব ও প্রসেনজিৎ-এর সঙ্গে দেখা যাবে ইশা সাহাকে। কাছের মানুষ ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গুপ্তধন' সিরিজের তিন নম্বর ছবিতেই অভিনয় করছেন ইশা সাহা।