সংক্ষিপ্ত

এক সপ্তাহ যেতে না যেতেই ফের রদবদল টিআরপি তালিকায়। পছন্দের ধারাবাহিক থেকে পছন্দের তারকারা, কে কোন স্থান দখল করল তা ঝালিয়ে নেওয়ার এটাই মোক্ষম সময়।  কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে এলো সেরা পাঁচে সেটা জানার জন্যই সারা সপ্তাহ মুখিয়ে থাকেন ভক্তরা। এবারেও বড়সড় চমক এল টিআরপি লিস্টে (Bengali Serial TRP list)। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না মিঠাই রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গা থেকেও আরও নীচে নেমে গেল মিঠাই। চলতি বছরের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না মিঠাই রানি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা।  গত কয়েক সপ্তাহ ধরেই সেরার তকমা ধরে রেখেছে ধারাবাহিক 'গাটছড়া'। যদি গত সপ্তাহের তুলনায় বেশ খানিকটা নম্বর কমেছে 'গাটছড়া'র।  

এক সপ্তাহ যেতে না যেতেই ফের রদবদল টিআরপি তালিকায়। পছন্দের ধারাবাহিক থেকে পছন্দের তারকারা, কে কোন স্থান দখল করল তা ঝালিয়ে নেওয়ার এটাই মোক্ষম সময়।  কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে এলো সেরা পাঁচে সেটা জানার জন্যই সারা সপ্তাহ মুখিয়ে থাকেন ভক্তরা। এবারেও বড়সড় চমক এল টিআরপি লিস্টে (Bengali Serial TRP list)। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না মিঠাই রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গা থেকেও আরও নীচে নেমে গেল 'মিঠাই' (Mithai)। চলতি বছরের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না মিঠাই রানি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা।  গত কয়েক সপ্তাহ ধরেই সেরার তকমা ধরে রেখেছে ধারাবাহিক 'গাটছড়া'। যদি গত সপ্তাহের তুলনায় বেশ খানিকটা নম্বর কমেছে 'গাটছড়া'র ( Gaatchhora)।  

প্রতিবারের টিআরপি তালিকাতে সকলেরই নজর আটকে থাকে 'মিঠাই'য়ের(Mithai) উপর। এবারও রয়েছে বিশেষ চমক।  ফের আবারও মিঠাই রানির রাজত্বে ভাগ বসিয়েছে 'গাটছড়া'। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক একধাক্কায় নেমে গেছে তৃতীয় স্থানে।   তবে কি পাকাপাকি শেষ হয়ে গেল 'মিঠাই'-রানির রাজত্ব। সত্যিই কি শ্রেষ্ঠত্বের দিন শেষ হল 'মিঠাই'য়ের (Mithai)। এমন প্রশ্নই কানাঘুষোতে শোনা যাচ্ছে। টিআরপি-র তালিকায় ক্রমশ নম্বর কমছে মিঠাইয়ের। এবার মিঠাইকে টপকে নিজের জায়গা দখল  করে নিল  'মন ফাগুন ' । আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে  'গাটছড়া' ( Gaatchhora) । একনজরে দেখে নিন সেরা ১০ টিআরপি-র তালিকা।

গাঁটছড়া : ৯.৬ (প্রথম)
মন ফাগুন : ৯.২ (দ্বিতীয়)
মিঠাই: ৯.১  (তৃতীয়)
আলতা ফড়িং: ৯.০ (চতুর্থ)
আয় তবে সহচরী : ৮.৫  (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া : ৮.৪ (ষষ্ঠ)
ধুলোকণা : ৮.২ (সপ্তম)
উমা : ৭.৯  (অষ্টম)
গৌরি এল : ৭.৫  (নবম)
পিলু : ৭.৪ (দশম)

 

আরও পড়ুন-সুডৌল স্তনযুগলকেও হার মানাচ্ছে নিতম্ব, 'সেক্সবম্ব' মালাইকার শরীরী নেশায় পুড়ে ছাই সাইবারবাসী

আরও পড়ুন-চরম হেনস্তার শিকার হয়ে নিজের মুখও দেখতে চাইতেন না বিদ্যা বালন, কেন জানেন

আরও পড়ুন-কালারিং সুইমস্যুটে গর্জিয়াস ক্যাটরিনা, হোলির আগেই সুপারহট লুকে শরীরী মোচড় ভিকি ঘরনির

 

সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' ( Gaatchhora) শুরু থেকেই দখল করে নিল 'মিঠাই'য়ের (Mithai) স্থান। তবে মিঠাইয়ের স্থান এমন ভাবে হাতছাড়া হবে তা মোটেই ভাবতে পারেননি দর্শক। 'মিঠাই' -কে টপকে ধারাবাহিক   'গাঁটছড়া 'প্রথম স্থানে দখল করে নিচ্ছে বারেবারে। মিঠাই-সিদ্ধার্থর রোম্যান্সেও যে মন গলছে  না তা বেশ ভালই ধরা পড়ছে। চলতি সপ্তাহে  বড় চমক দিয়েছে টিআরপি-র তালিকা।  মিঠাইকে টপকে নিজের জায়গা দখল  করে নিল   'মন ফাগুন'। স্বভাবতই মিঠাইয়ের নম্বর কমে যাওয়ায় মন খারাপ হচ্ছে ভক্তদের।  টিআরপি রেটিংয়ে (৯.৬ ) পয়েন্টে প্রথম স্থান অধিকার করেছে  'গাঁটছড়া '।  মিঠাইকে টেক্কা দিয়ে নিজের জায়গা দীর্ঘদিন ধরে রেখেছে স্টার জলসার নতুন ধারাবাহিক। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক  'মন ফাগুন '।  (৯.২) রেটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'মন ফাগুন '। (৯.১ ) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'মিঠাই' । চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করতে পারল না  'মিঠাই'। (৯.০)পয়েন্টে চতুর্থ  স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ধারাবাহিক।  ধারাবাহিকের শুরু থেকেই খড়ি এবং ফড়িং -এর জীবনযুদ্ধের কাহিনি দর্শকমনে অন্য জায়গা করে নিয়েছে।   ( ৮.৫ )  পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে  'আয় তবে সহচরী'।  ( ৮.৪)  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে  'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক।  ( ৮.২ ) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'ধুলোকণা '।   (৭.৯) পয়েন্টে  অষ্টম   স্থানে রয়েছে 'উমা'  । (৭. ৫)পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক  'গৌরি এল ' । এবং (৭.৪)পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'পিলু'। চলতি সপ্তাহে সেরা পাঁচে জি বাংলার সিরিয়াল গুলির মধ্যে  শুধুমাত্র মিঠাই তৃতীয় স্থানে নিজের জায়গা  ধরে রেখেছে।