সংক্ষিপ্ত

 
বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে এবারের টিআরপি তালিকাতেও বড় চমক। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেরও টিআরপি তালিকায় সেরা সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে সকলের প্রিয়  মিঠাই রানি। অবশেষে নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মিঠাই রানি। দীর্ঘদিন বাদে চওড়া হাসি ফুটল মিঠাই ভক্তদের মুখে। ৮.৪ পয়েন্ট পেয়ে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই।

বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে এবারের টিআরপি তালিকাতেও বড় চমক। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেরও টিআরপি তালিকায় সেরা সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে সকলের প্রিয়  মিঠাই রানি। অবশেষে নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মিঠাই রানি। দীর্ঘদিন বাদে চওড়া হাসি ফুটল মিঠাই ভক্তদের মুখে। ৮.৪ পয়েন্ট পেয়ে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই।

একটানা টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। বেশ কয়েক মাস ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ফের সেরার সেরা-র মুকুট উঠেছে মিঠাইয়ের মাথায়। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। গত সপ্তাহেই সকলকে চমকে দিয়ে  সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। লড়াইয়ে যে তিনি এগিয়ে রয়েছেন তার আভাস আগেই পেয়েছিল দর্শক। তবে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের মুকুট উঠল মিঠাইয়ের মাথায়। এবার যেন মুহূর্তের মধ্যে সকলকে চমকে দিয়েছেন মিঠাই। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।


মিঠাই: ৮.৪ (প্রথম) 

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৭.৮ (দ্বিতীয়)

আলতা ফড়িং: ৭.৫ (তৃতীয়)

গাঁটছড়া: ৭.৪ (চতুর্থ)

গৌরি এলো: ৭.৩ (পঞ্চম)
 
ধুলোকণা: ৬.৮  (ষষ্ঠ)

এই পথ যদি না শেষ হয়: ৬.২ (সপ্তম)

মন ফাগুন: ৫.৯ (অষ্টম)

অনুরাগের ছোঁয়া:  ৫.৯ (অষ্টম)

উমা: ৫.৮ (নবম)

খেলনা বাড়ি: ৫.১ (দশম)


একমুহূর্তে যেন সবকিছু যেন ওলট-পালট হয়ে গেছে। চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.৪) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'।  (৭.৮) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে  'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। (৭.৫) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে  'আলতা ফড়িং' । (৭.৪) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'গাটছড়া' । (৭.৩) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'গৌরি এলো' ।  (৬.৮) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'। (৬.২) পয়েন্টে  সপ্তম  স্থানে রয়েছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'। (৫.৯ )পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে  ' মন ফাগুন' ও 'অনুরাগের ছোঁয়া'। (৫.৮) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক 'উমা'। (৫.১) পয়েন্টে দশম  স্থানে রয়েছে ' খেলনা বাড়ি '