সংক্ষিপ্ত
- সা রে গা মা-র সেটে আবার করোনা
- এবার করোনা পজিটিভ আবির
- সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন খবর
- বর্তমানে রয়েছে হোম আইসোলেশনে
আবারো করোনার থাবা টলিউডে। করোনায় আক্রান্ত হলেন এবার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। কয়েক সপ্তাহ আগেই সারেগামা সেটে একাধিক কোভিড পজিটিভ এর খবর মিলেছিল। টেস্ট করে তখন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। তবে শেষ রক্ষা হলো না। করোনার শিকার এবার অভিনেতা, তড়িঘড়ি পোস্ট হয়ে উঠল ভাইরাল।
আরও পড়ুন- ৪৫ তলা রোজ ওঠা-নামা, আড়াই মাসেই বদলে গেল তাপসীর ফিগার, হয়ে উঠলেন রেশমী রকেট
রবিবারে নিজের সোশ্যাল মিডিয়াতে আবির জানালেন তিনি করোনায় আক্রান্ত। এক দীর্ঘ পোস্টে লিখলেন তিনি করোনায় আক্রান্ত, তোকে শরীরে তেমন কোনো সমস্যা নেই। শুধু মাত্র স্বাদ পাচ্ছেন না মুখে। বর্তমানে নিজে হোম আইসোলেশন এ আছেন। পরিবারের সকলের টেস্ট করানো হবে শীঘ্রই।
;
পাশাপাশি তিনি এও জানেন শেষ কয়েক দিনে যাদের যাদের সংস্পর্শে এসেছেন সকলেই যেন করোনা টেস্ট করিয়ে নেন ও সাবধানে থাকেন। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই তার ভক্তদের নজরে আসে, অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় সকলি প্রার্থনা করেন। চলতি বছরের শুরু থেকেই করোনা ভাইরাসের কোপে নাজেহাল গোটা বিশ্ব। বছর শেষেও মিললোনা পরিত্রান। সকলের এখন একটাই প্রার্থনা, আগামী বছর রোগমুক্ত হয়ে উঠুক গোটা বিশ্ব।