শীতের মুক্তি পাবে অসুর ছবিপ্রকাশ্যে এল জিতের প্রথম লুকঅসুর রূপে অভিনেতার ছবি প্রকাশ্যে আসার পরই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লছবিতে জিতের বিপরীতে থাকছেন নুসরত

অসুর লুকে জিৎ, নজর কাড়া লুক নিয়ে হাজির হলেন এবার টলিউড অভিনেতা। বেশ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল এই ছবির খবর। সবে মাত্র মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ছবি প্যান্থার। তারই কিছু দিনের মধ্যে পরবর্তী ছবির খবর নিয়ে হাজির হয়েছিলেন জিৎ। 

আরও পড়ুনঃ বড় পর্দা থেকে সোশ্যাল মিডিয়া, রাধিকা আপ্তের সাহসী উপস্থিতিতে মুদ্ধ দর্শক

কয়েকদিন আগেই এই ছবির প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল। এবার সেই ছবিতেই অসুর রূপে ধরা দিলেন খোদ টলিউড অভিনেতা জিৎ। লম্বা চুল, সুঠাম চেহারা, হাতে ধূনচি নিয়ে ধরা দিলেন জিৎ। ছবির পরিচালনায় থাকছেন পাভেল। তবে এবার শরতের আমেজে নয়, শীতের সকালেই দেখা মিলবে অসুর-এর। পুরো দমে চলছে এখন ছবির কাজ।

আরও পড়ুনঃ 'মেয়েছেলে ডিটেকটিভ'! সংশয় দূর করতে সরব মিতিন মাসি, দেখুন ছবির টিজার

ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কেও। ছবির অপর এক আকর্ষণ হল এই ছবিতে জিৎ-এর বিপরীতে থাকছেন নুসরত জাহান। বিয়ে ও সাংসদ হওয়ার পর আবারও পর্দায় ফিরছেন নুসরত। ফলে তা ঘিরে বর্তমানে দর্শকদের মধ্যে কৌতুহলের পারদ স্বাভাবিকভাবেই চরমে পৌঁছল। 

View post on Instagram

তবে গল্পের মোড় খানিকটা ভিন্ন, দূর্গা-অসুর সম্পর্ক নয়, নিপাঠ একজন শক্তিধর মানুষের গল্প, যেখানে স্থান পাবে প্রেম থেকে শুরু করে সম্পর্ক। পাভেলের ছবি নিয়ে এখন বেজায় কৌতুহলে থাকেন দর্শকেরা। রসগোল্লা ছবির পর আবারও ক্যামেরার পেছনে থাকছেন পাভেল। ফলে আবারও নতুন ধরনের ছবির অপেক্ষায় রইলেন দর্শকেরা।