সংক্ষিপ্ত

  • কৃষ্ণকলি ধারাবাহিকের রাধারানির ভিন্ন রূপ
  • লাল সাদা শাড়িতে ধরা দিলেন শ্রীময়ী
  • ব্যাকলেসে হয়ে উঠলেন হটশট বম্বশেল
  • হটনেসের পারদ চড়তেই ইন্টারনেট সেনসেশন হয়ে উঠলেন 'কৃষ্ণকলি'র রাধারানি
     

নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠছেন কৃষ্ণকলি ধারাবাহিকের খলনায়িকা রাধারানি ওরফে শ্রীময়ী চট্টোরাজ। তাঁকে দেখে একেবারে ঘাম ঝড়ার জোগাড় নেটিজেনের। এমন ট্রান্সফরমেশন সচরাচর দেখা যায় না। রাধারানির চরিত্রে থেকে শ্রীময়ীর আসল অবতার একেবারেই ভিন্ন। যারা জেরে তাঁকে প্রথমবার দেখে এক ঝলকে অনেকেই চিনতে পারে না। 

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়য়া পোস্ট করেছেন একটি হটশট ভিডিও। যেখানে লাল সাদা শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। লাল রঙের ব্যাকলেস ব্লাউজে মাথা ঘোরালেন ভক্তদের। দিন কতক আগেও তাঁকে বৃষ্টিভেজা অবতারে দেখা গিয়েছিল। পরণে জাম্পস্যুট। চুপচুপে ভিজে অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন শ্রীময়ী। যা দেখে চোখ কপালে উঠেছে দর্শকের। 

আরও পড়ুনঃসমুদ্রসৈকতে নিঁখোজ পাঁচজন বন্ধু, সাহায্যের হাত বারিয়ে এগিয়ে এলেন অঙ্কুশ

View post on Instagram
 

 

শ্রীময়ীকে দেখে নেটিজেনের মতামত তিনি যেকোন ধারাবাহিকের নায়িকাকেও হার মানাবেন নিজের হটনেসে। প্রসঙ্গত, কৃষ্ণকলি ধারাবাহিক নিয়ে কয়েক মাস আগে গুজব ছিল তুঙ্গে। ভিভান এবং নীল ভট্টাচার্য কোভিডে আক্রান্ত হওয়ার পর গুঞ্জন শোনা যায় কৃষ্ণকলির প্রত্যেক অভিনেতা, অভিনেত্রীরাই নাকি আক্রান্ত হয়েছেন কোভিডে। পরে অবশ্য বিষয়টি গুজব বলেই জানা যায়। এবং বাকিদের সোশ্যাল মিডিয়া পোস্ট জুড়েও বঝা যায় তাঁদের কেউই করোনায় আক্রান্ত নন।

আরও পড়ুনঃ'ট্রাম্পেরও IT Cell আছে নাকি', নরেন্দ্র মোদীকে তাক করে সাংসদ মিমির টুইট

View post on Instagram