সংক্ষিপ্ত

  • লকডাউন জেরে উপরি পাওনায় ভরে গিয়েছে বিনোদন জগৎ।
  • করোনা আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছে বিনোদনের সমস্ত শ্যুটিং।
  • পুরনো বহু আইকনিক শো ফিরে আসছে ছোটপর্দায়।
  • তেমনই বাঙালিকে নস্টালজিয়ায় ভরাতে আসছে পুপে-গোরা।

বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক। লকডাউনে দিন কাটাচ্ছে সকলের। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি। সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছিল একুশ দিন। তবে জানা যাচ্ছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত হতে পারে লকডাউন। এই লকডাউনে বসে হতাশ হচ্ছেন কমবেশি সকলেই। বাঙালির হতাশা কাটাতে আসছে পুপে-গোরা।

আরও পড়ুুনঃলকডাউনে কী এমন চিন্তা ভাবিয়ে তুলল বিক্রমকে, নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন অভিনেতা

আরও পড়ুনঃপাতে মাছ-মাংস-ডিম নয়, কেন শাক-সব্জি-ফলই ভরসা এই বলি-তারকাদের

ছোটপর্দায় ফিরছে ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে। ধারাবাহিক মাত্র কয়েক মাসের জন্য চললেও আজও রয়ে গিয়েছে আমাদের মনের মণিকোঠায়। রবিঠাকুরের প্রতি ভালবাসা থেকে শুরু করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা দুই নতুন প্রতিভা। সব কিছু মিলে মিশে নস্টালজিয়ায় ভাসতে চলেছে দর্শকমহল। ধারাবাহিকের ধারে কাছ দিয়ে যারা হাঁটতেন না, তারাও যেন এই প্রেমে পড়ে গিয়েছিল পুপে-গোরার কাহিনির। ৬ এপ্রিল থেকে স্টার জলসায় শুরু হচ্ছে গানের ওপারে।  

আরও পড়ুনঃ'গেঁন্দাফুল' চ্যালেঞ্জ এবার টিকটকে, হট প্যান্টেই বাজিমাত বঙ্গতনয়ার

লকডাউনের কারণে সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন সিরিয়াল প্রেমীরা। তাদের পছন্দের সমস্ত ধারাবাহিকের এখন বন্ধ। পুরনো এপিসোড গুলোই সম্প্রচারিত করা শুরু হয়ে গিয়েছে। ধারাবাহিকের নায়ক-নায়িকা এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা লকডাউনের মাঝেই শুরু করে দিয়েছেন ভক্তদের মনোরঞ্জন করা।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা