লন্ডন থেকে ফেরার পর থেকেই জল্পনা তুঙ্গে মিমি চক্রবর্তীকে নিয়ে।  কেন ফিরলেন, করোনা টেস্ট করাননি, এ সমস্ত প্রশ্নে জর্জরিত ছিলেন অভিনেত্রী। অবশেষে মুখ খুললেন নায়িকা।

অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। বিনোদন জগতে করোনা আতঙ্কের কারণে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত কাজ। শ্যুটিংয়ের কাজ বন্ধ করার নির্দেশ আসার আগেই লন্ডনে ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন মিমি এবং জিৎ। নির্দেশ আসার পরই তৎক্ষণাৎ ফিরে আসেন তাঁরা। তারপর থেকেই জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃকরোনায় প্রেমিককে চুমু খান ঠিক এইভাবে, উপায় বাতলালেন পুনম

View post on Instagram

সম্প্রতি এই জল্পনা ভেঙে ভিডিও পোস্টে বিস্ফোরক হয়ে উঠলেন অভিনেত্রী। মিমির অভিযোগ এই জল্পনা তাঁর সম্বন্ধে কেন উঠল। কেই তাঁকে কি টেস্ট বা স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে না যেতে দেখেছেন। বিমানবন্দরে যে তাঁর স্ক্রিনিং হয়েছে সেই কাগজও ভিডিওতে দেখিয়েছেন মিমি। পাশাপাশি বেশ কিছু মিডিয়াকে গুজব না ছড়িয়ে সকলকে সতর্ক করার অনুরোধ করেছেন। 

আরও পড়ুনঃকরোনাকে পরোয়া নেই কিং খানের, করণের মায়ের জন্য পৌঁছলেন তাঁর অ্যাপার্টমেন্টে

তিনি এও জানান, যে দেশের একজন দায়িত্বশীল নাগরিক তিনি, পার্লামেন্টের সদস্য। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ তিনি করতে পারেন না। তিনি কখনই চান না তাঁৎ থেকে অন্যান্য মানুষের মধ্যে রোগ ছড়াক। বাড়িতে ঢুকে মিমি তাঁর মা-বাবার সঙ্গেও দেখা করেননি। এ বিষয় কথা বলতে বলতে গলাও কেঁপে উঠেছিল তাঁর।