- পোষ্যের জন্মদিন সেলিব্রেশন
- চিকুকে এবার কি উপহার দিলেন মিমি
- ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
- মুহূর্তে তা হয়ে গেল ভাইরাল
দুই ছেলেকে নিয়েই মিমির জগত। বাড়িতে ফেরার পর তাদের সঙ্গেই সময় কাটিয়ে থাকেন মিমি। খেলার সঙ্গী, সেলফি পার্টনার এক কথায় বলতে গেলে এই দুজনকে নিয়েই দিন কাটছে মিমির গত কয়েকবছরে। মিমি চক্রবর্তী বলে কথা, ব্যস্ততা তুঙ্গে তো হওয়ারই কথা। সামনেই ভোট, তার প্রস্তুতি, পাশাপাশি দর্শকদের জন্য পর্দায় আনাগোনা। দক্ষতার সঙ্গে সামলাতে গিয়ে পরিবারের জন্যই সময় বেশ কিছুটা কমে যাচ্ছে।
এবারও তাই হল। দুই পোষ্যকে প্রতিবার জন্মদিনে বিশেষ উপহার দিয়ে থাকেন মিমি। মাথায় টুপি পরিয়ে সেলফি তোলার ছবি যেমন গতবছরে ভাইরাল হয়েছিল, এবার ঠিক তেমনই প্ল্যান ছিল। কিন্তু সময় মত হয়ে উঠল না। কারণ গিফট আসতেই হল লেট। আর তাই চিকুর জন্মদিনের দুদিনের মাথায় উপহার নিয়ে বসে পড়লেন মিমি চক্রবর্তী। ছেলের আট বছরের জন্মদিনে কী দিলেন তিনি!
এবারে উপহারের তালিকাতে থাকল বেবি আর্ট। আর সেই গিফট আনপ্যাক করে দুই সন্তানের সঙ্গে খেলায় মাতলেন মিমি চক্রবর্তী। চিকুর থাবার ছাপ নিয়ে তা সাজিয়ে ফেললেন বক্সে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল। এ যেন এক অন্য লুকে মিমি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 11, 2020, 12:52 PM IST