Asianet News Bangla

পাঁচ মাস পর বাড়ির বাইরে পা, বিশেষ মানুষের সঙ্গে ছবি পোস্ট মনামির

 • কেটে গিয়েছে পাঁচ-পাঁচটা মাস
 • একবারের জন্য বাড়ির বাইরে পা রাখেননি মনামির মা
 • অবশেষে বাইরে বেরতেই খুশি মনে মেয়ের সঙ্গে সেলফিতে ধরা দিলেন তিনি
 • ছবি পোস্ট করতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
   
Monami Ghosh shares her moment with mother ADB
Author
Kolkata, First Published Aug 25, 2020, 10:57 PM IST
 • Facebook
 • Twitter
 • Whatsapp

পাঁচ মাস বাড়িতেই কেটেছে তাঁর। কোভিডের পরিস্থিতিতে বাড়িতে আটকে ছিলেন তিনি। বাড়িতে থাকতে থাকতে নাভিশ্বাস উঠে আসাই স্বাভাবিক। অবশেষে মেয়ের জোগানো সাহসে বাড়ির বাইরে পাড়ি দিয়ে ফেললেন তিনি। সেই আনন্দেই মায়ের সঙ্গে সেলফি তুলে পোস্ট করলেন মনামি ঘোষ। সেই ছবি এখন রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের বিশেষ রসায়ন আগেও ধরা পড়েছে।  

আরও পড়ুনঃ'শুভদৃষ্টি'র নায়িকা ঐশ্বর্য এবার দীপিকার রূপে, গানে গানে প্রেমের মেজাজে ভাসলেন অভিনেত্রী

অভিনেত্রী মনামি ঘোষ যে নিজের গানের প্রতিভা মায়ের থেকে পেয়েছে তা প্রকাশ পায় অভিনেত্রীর পোস্ট করা এক ভিডিওতে। মা ও মেয়ের সুরের প্রতিভায় হতবাক হয় নেটবাসী। মনামি এবং তাঁর মা সুর ধরেছিলেন লকডাউনে। 'এক বৈশাখে দেখা হয়েছিল দুজনার' গানটি গেয়েছেন দুজনে। মনামি মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিও পোস্ট করেন।

আরও পড়ুনঃঅনস্ক্রিন বিয়ের প্রস্তুতি কেমন ছিল, ভিডিওতে প্রতি মুহূর্তে তুলে ধরলেন 'কীকরে বলব তোমায়'র স্বস্তিকা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

আজ ৫ মাস পর উনি একটু বেরিয়েছেন.....

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on Aug 25, 2020 at 8:01am PDT

 

আরও পড়ুনঃ'১১ বছরের ছোট নিকের সঙ্গে শুধু শার্ট পরে নাচছেন', বয়সের তফাতে আজও কটাক্ষের শিকার প্রিয়ঙ্কা


এই প্রতিভা যে নিজের মায়ের থেকে পেয়েছেন তা বুঝতে আর অসুবিধা হয়নি নেটবাসীর। ভিডিওটি রীতিমত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত লকডাউনে মনামির ইনস্টাগ্রাম প্রোফাইল বিনোদনের অন্ত নেই। কখনও স্যুইমিং পুলের ধারে ব্যাকলেস স্যুইমসুটে তো কখনও রাস্তার মাঝে মন ভাল করা ক্যানডিড। মনামি ঘোষের ইনস্টাগ্রাম যেন ক্যানভাসের মত। রঙ-বরঙের ছবিতে লকডাউনে সকলের মন ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃগায়ে জড়ানো তোয়ালে, হটনেসের নয়া উদাহরণ দিয়ে ইন্টারনেট সেনসেশন বলিউড নায়িকা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

কিজানি কি হয় !!

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on May 27, 2020 at 8:26am PDT

আরও পড়ুনঃমৃত্যুর দিন দুবাইয়ের এক ব্যক্তির সঙ্গে দেখা করেন সুশান্ত, দাবি সুব্রামণিয়ন স্বামীর

থ্রোব্যাক ট্রেন্ডে গা ভাসিয়ে দিন কতক আঘে পুরনো ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কালো রঙের পোলকা ডটসের স্যুইমসুট, সঙ্গে বেগুলি রঙের স্কার্ট। ফাইভ স্টার হোটেলের পুলসাইডে ছবিটি তুলেছেন মনামি। এখন লকডাউনে পারদ চাড়লেন অভিনেত্রী। মনামি দর্শকদের বিনোদনের জন্য বেছে নিয়েছেন নাচ, গান, টিকটক ভিডিও পোস্ট ছাড়াও শর্ট ফিল্ম তৈরি করা। 

Follow Us:
Download App:
 • android
 • ios