নুসরতের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই আপনি এক মিনিটে কাশ্মীর ভ্রমণটা সেরে নিতে পারবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক কাশ্মীর ডায়েরির ছবি শেয়ার করছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত আছেন। বরফে মোড়া কাশ্মীরের ডাল লেকের শিকারার মধ্যে হাতে হাত রেখে প্রেমের বন্ধনে আষ্টেপৃষ্ঠে বাঁধলেন স্বামী যশকে। যশের হাতে হাত রেখেই গোপনে বলে দিলেন মনের অজানা কথা। 

 গত শনিবারই এই মরশুমের প্রথম তুষারপাত ঘটেছে কাশ্মীরে (Kashmir)। আর সেদিনই কাশ্মীরে হাজির হয়েছিলেন টলিপাড়ার লাভবার্ডস যশ ও নুসরত। বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর উপত্যকা।ইতিমধ্যেই পারদও নেমেছে হিমাঙ্কের নীচে। মা হওয়ার পর ২ মাসও কাটেনি নুসরতের (Nusrat Jahan)। এর মধ্যেই স্বামী যশের (Yash Dasgupta) সঙ্গে বরফের দেশে পাড়ি দিয়েছেন নুসরত। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও প্রেমের রং ছড়াচ্ছেন যশরত জুটি। কখনও তুষারপাতের মধ্যে তো কখনও আবার ডাল লেকের শিকারার মধ্যে হাতে হাত রেখে ভালবাসার অঙ্গীকার করছেন টলিপাড়ার এই লাভবার্ডস।

View post on Instagram

আরও পড়ুন-Saif Ali Khan Property- ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও সন্তানদের কিছুই দিতে পারছেন না সইফ, কেন জানেন

আরও পড়ুন-Janhvi Kapoor- শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন জাহ্নবী, হঠাৎ কী হল শ্রী-কন্যার

আরও পড়ুন-Casting Couch - শরীরে নোংরা স্পর্শ, লালসার শিকার থেকে বাঁচিয়েছিলেন নিজেকে, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক সোহিনী

নুসরতের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই আপনি এক মিনিটে কাশ্মীর ভ্রমণটা সেরে নিতে পারবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক কাশ্মীর ডায়েরির (Kashmir) ছবি শেয়ার করছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত (Nusrat Jahan)আছেন। বরফে মোড়া কাশ্মীরের ডাল লেকের শিকারার মধ্যে হাতে হাত রেখে প্রেমের বন্ধনে আষ্টেপৃষ্ঠে বাঁধলেন স্বামী যশকে। যশের হাতে হাত রেখেই গোপনে বলে দিলেন মনের অজানা কথা। ব্যাকগ্রাউন্ডে বাজছে আমির খান ও কাজলের 'ফনা' (Fanna) ছবি বিখ্যাত রোম্যান্টিক গান 'মেরে হাত মে তেরা হাত হো'। ভিডির ক্যাপশনে লেখা 'টুগেদারনেস'। তবে হ্যাশট্যাগে জ্বলজ্বল করছে স্বামী যশের নাম। ছোট্ট ভিডিওতেই যেন মুহূর্তে ম্যাজিক সৃষ্টি হয়েছে।

View post on Instagram

ভূস্বর্গে পা রাখার পর থেকেই কাপল গোল দিয়েই চলেছেন যশ নুসরত। তবে এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ছবিতে ধরা দেননি তারা। সকলের উত্তেজনাকে জিইয়ে রেখে গত রবিবারও সোনমার্গ থেকে ছবি পোস্ট করেছিলেন যশ ও নুসরত। তবে একফ্রেমে নয় বরং এক জায়গা থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন টলিপাড়ার এই যুগল। এবার বরফের চাদরে মোড়া ভ্যালিতে তুষারপাতের মধ্যে ছবি পোস্ট করেছেন নুসরত। পাফার জ্যাকেট, হাতে গ্লাভস, ছাতা মাথায় দিয়েই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছেন নুসরত।

View post on Instagram

এটি আসলে কোনও ভ্যাকেশন ট্রিপ নয় বরং পরিচালক শিলাদিত্য মৌলিকের 'চিনে বাদাম' ছবির গানের শুটিংয়ের জন্যই কাশ্মীরে হাজির হয়েছেন যশরত জুটি। তবে স্বামীকে একমুহূর্ত কাছছাড়া করতে চাননা নুসরত। তাই নিজেও যশের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে কাশ্মীরে পৌঁছে গেছেন। মা হওয়ার পর ২ মাসও কাটেনি নুসরতের। তবে একরত্তি ঈশানের কোনও ঝলক এখনও দেখা যায়নি। যশ- নুসরতের মনে প্রেমের রং লাগলেও একরত্তি ঈশানকে নিয়ে চিন্তা বাড়ছে নেটিজেনদের। ২ মাসেরও ছোট ছেলে এই হাড়কাঁপানো ঠান্ডায় কেমন রয়েছে, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।