সংক্ষিপ্ত

  • ধর্মীয় বিভেদ নয়, সবার ওপর মানুষ সত্য
  • ২০০৮-এর গান নয়া ছকে বাঁধা
  • সামাজিক প্রেক্ষাপটে আবারও দান ধরলেন অনুপম
  • নতুন গান নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল

বর্তমান পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মানুষের পরিচয়, তাঁর বাস, তাঁর সম্পর্ক সবই যেন কাঁটা তারের জ্বালে আটকে পড়ছে মুহূর্তে। এবার সেই প্রসঙ্গকে টেনেই পুরোনো গানকে নয়া ছকে বাঁধলেন গায়ক অনুপম রায়। নেট দুনিয়ায় মুক্তি পেল তাঁর নতুন গান। গানের নাম পরিচয়। ভাষা দিবসের প্রাককালে মুক্তি পেল এই গান। 

আরও পড়ুনঃ এগিয়ে চলছে বাংলা ছবি 'দত্তা'-র শুটিং, শরৎচন্দ্র ফিরছেন আবারও এ শহরে

বর্তমানে সমাজের প্রেক্ষাপট আবারও মানুষকে জানান দিয়ে গেল সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই। এই গানটি ২০০৮ সালে অনুপম রায় নিজে লিখেছিলেন। সেই গানকেই নয়া ছকে বেঁধে আবারও সকলের সমানে এনে হাজির করলেন গায়ক। যার প্রতিটি ছত্রে রয়েছে প্রতিবাদের ভাষা, রয়েছে মানুষের সম্পর্কের গল্প। ভাষাই হোক নিজের পরিচয়। নিজের পরিচয় তৈরি করুর মানুষ নিজেই। 

আরও পড়ুনঃ বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় হয়েছিল আন্দোলন, ২১ ফেব্রুয়ারি বাঙালির প্রকৃত শহিদ দিবস

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে হিন্দিতে রবীন্দ্রসঙ্গীত গাইলেন অধ্যাপিকা, বিতর্ক তুঙ্গে শান্তিনিকেতনে

ধর্মীয় বিভেদ ভাঙার কাহিনি এবার ধরা দিল অনুপমের কণ্ঠে। মানুষের মধ্যে থাকা প্রতিবাদের আগুন, পরিচয়ের খিদে ও বেঁচে থাকার আশাগুলিই যেন গানের কলি হয়ে উঠে এল পরিচয়। গানটি মুক্তি পাওয়ার পরই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল রাতারাতি। আবারও প্রশংসিত হল অনুপমের গান। মুহূর্তে তা ঝড় তুলল নেট দুনিয়ায়।