সংক্ষিপ্ত
শেষ হয়েছে সা রে গা মা পা
এখনও বিতর্কে জড়িয়ে নোবেল
একের পর এক মন্তব্যকে ঘিরে নেটিজেনদের তোপের শিকার নোবেল
নাক উঁচু ছিল নোবেলের, প্রতিযোগীদের সঙ্গে কথাও বলতেন কম
প্রায় আট দিন আগে শেষ হয়ে গিয়েছে সারেগামাপা প্রতিযোগিতা। কিন্তু এখনও নোবেল-এর সঙ্গে রয়েগিয়েছে তার রেশ। একের পর এক বিতর্কে ক্রমেই জড়িয়ে পড়ছে নোবেল। তাঁকে ঘিরে সমস্যা অনেক, মন্ততব্য থেকে আচার-আচরণ, কোনও ভাবেই নাকি তিনি নিজেকে একাত্ম করতে পারেননি অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে। ফলেই এক রাশ অভিযোগের তির এখন নোবেলের দিকে।
আরও পড়ুনঃ হাত জোড় করে ক্ষমা চাইল সারেগামাপা বিজয়ী অঙ্কিতা! দেখে নিন ভিডিও
সম্প্রতিই এক সাক্ষাকারে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে মন্তুব্য করেন তা প্রকাশ্যে আসা মাত্রই আবারও নেটিজেনদের বির্তকের শিকার হন তিনি। এখামেই শেষ নয়, শো চলা কালিন নাকি তিনি মন্তব্য করেন যে এখানকার বিচারকদের কোনও যোগ্যতাই নেই তাঁর গান বিচার করার। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে নাকি তার ভালো সম্পর্কও ছিল না। একাধিকবার বচসাতে ও জড়িয়েছেন তিনি। কিন্তু এই সব অভিযোগকে ছাপিয়ে গেল জাতীয় সঙ্গীত।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু নোবেল প্রকাশ্যেই মন্তব্য করে বসেন যে প্রিন্স মাহমুদ যে গানটি লিখেছেন তাতে বাংলাদেশকে অনেক বেশি যত্নের সঙ্গে ব্যাখ্যা করা হয়েছে।-এই মন্তব্য করার পরই নেট দুনিয়ায় নেটিজেনদের তোপের শিকার হতে হয় নোবেলকে।