সংক্ষিপ্ত
- ওটিটি-তে ডিরেক্টোরিয়াল ডেবিউ পরমব্রত চট্টোপাধ্যায়ের
- জি ফআইভে আসছে 'তিকিতাকা'
- ফুটবলারের সঙ্গে 'রাজু'র গল্পকে নিয়ে তৈরি ছবির চিত্রনাট্য
- ছবির ভিন্ন ভাবনায় থাকছে চমক
পরমব্রত চট্টোপাধ্যায়ের ওটিটি-তে ডিরেক্টোরিয়াল ডেবিউ। জি ফাইভে মুক্তি পেতে চলেছে 'খেলেছি আজগুবি'। ছবির হিন্দি টাইটেল হল 'তিকিতাকা'। ভারতে আসা সেনেগালের এক ফুটবলারের সঙ্গে রাজু নামক একটি চরিত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। পরমব্রত রয়েছেন রাজুর চরিত্রে। ড্রাগ পাচারকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। ছবিটির জনরাহ কমেডি। গল্প লিখেছেন রোহম ঘোষ এবং শৌভিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃক্রমশ বেরিয়ে আসছে গোপনাঙ্গ, হাই-থাই স্লিটে সাংঘাতিক ঝুঁকি নেন প্রিয়ঙ্কা
দু'বছর আগে ছবির কাজ শেষ হয়ে গেলেও এবার সে ছবি মুক্তি পাচ্ছে ওটিটির পর্দায়। হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই দেখা যাবে ছবিটি। ১১ সেপ্টেম্বর জি ফাইভে প্রিমিয়ার হবে ছবিটির। বনির চরিত্রে থাকছেন ঋতাভরী চক্রবর্তী। চরিত্রটি একজন চিত্র সাংবাদিকের। অন্যদিকে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। ছবিতে পিকের চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুনঃঅভিনয়ের আগেই 'কৃষ্ণকলী'র নীলের ফ্যান বেস, তাবড় তাবড় হিরোদের হার মানাবে 'নিখিল'
ছবির পোস্টারটি পরমব্রত এবং ঋতাভরী নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। যার পর থেকেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। এমন অভিনব চিত্রনাট্য এই বছরের নানা ক্রাইম-থ্রিলারের মাঝে একটু স্বস্তি এনে দেবে। ইতিমধ্যেই ফুটবলপ্রেমীরাও বেশ উত্তেজিত হয়ে উঠেছে 'তিকিতাকা' নিয়ে।