সংক্ষিপ্ত
দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। তবে দেব-রুক্মিণীর বদলে যদি টলি সুপারস্টার প্রসেনজিৎ ও রুক্মিণী জুটি হতো তবে কেমন হতো ভেবে দেখেছেন? এবার ভাববেন, কারণ এমন ভাবনা স্বয়ং এসেছে দেবের মনে। এবার প্রসেনজিতের সঙ্গে ভিডিওতে ধরা দিলেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র। যার ব্যাকগ্রাউন্ড বাজছে 'কিশমিশ' ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত গান 'অবশেষে ভালবেসে চলে যাব'। রুক্মিণীকে জড়িয়ে ধরে কাছে টেনে অন্তরঙ্গতায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গানেপ সঙ্গে নয়া রসায়নে নজর কাড়লেন প্রসেনজিৎ ও রুক্মিণী। মেরুণ পাঞ্জাবি, সাদা পাজামাকে ধরা দিলেন বুম্বা দা। অন্যদিকে, ফ্লাওয়ার প্রিন্টেড শিফনের শাড়ি , এক রঙের ব্লাউজ পরে ধরা দিলেন দেবের বান্ধবী রুক্মিণী। সবুজে মোড়া খোলা জায়গায় নতুন ভিডিও শ্যুট করা হয়েছে।
দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। তবে দেব-রুক্মিণীর বদলে যদি টলি সুপারস্টার প্রসেনজিৎ ও রুক্মিণী জুটি হতো তবে কেমন হতো ভেবে দেখেছেন? এবার ভাববেন, কারণ এমন ভাবনা স্বয়ং এসেছে দেবের মনে। এবার প্রসেনজিতের সঙ্গে ভিডিওতে ধরা দিলেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র। যার ব্যাকগ্রাউন্ড বাজছে 'কিশমিশ' ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত গান 'অবশেষে ভালবেসে চলে যাব'। রুক্মিণীকে জড়িয়ে ধরে কাছে টেনে অন্তরঙ্গতায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদ্য মুক্তি পাওয়া গানেপ সঙ্গে নয়া রসায়নে নজর কাড়লেন প্রসেনজিৎ ও রুক্মিণী। মেরুণ পাঞ্জাবি, সাদা পাজামাকে ধরা দিলেন বুম্বা দা। অন্যদিকে, ফ্লাওয়ার প্রিন্টেড শিফনের শাড়ি , এক রঙের ব্লাউজ পরে ধরা দিলেন দেবের বান্ধবী রুক্মিণী। সবুজে মোড়া খোলা জায়গায় নতুন ভিডিও শ্যুট করা হয়েছে।
প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই পুরো ভিডিওটার নেপথ্যে রয়েছে দেব। তিনি নিজেই এই ভিডিও বানিয়েছেন। এবং তারপর পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে চমকে দিয়েছেন। এই ভিডিও দেখে প্রযোজক-নায়কের কাছে কৃতজ্ঞ রাহুল। পাশাপাশি প্রসেনজিৎকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। প্রথমসারির সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বুম্বা দা আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এবার গানের প্রচারে অংশ নিলেন। আর কী বা চাইব ওর থেকে। তবে একটা প্রশ্ন পরিচালক ও প্রযোজকের মনে প্রশ্ন তুলে দিলেন যে প্রসেনজিৎ-রুক্মিণীকে নিয়ে কি নয়া জুটি বাঁধা যায়। উত্তরের অপেক্ষায় দর্শক। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী মৈত্রর সঙ্গে এই ভিডিও শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'কিশমিশ দেখবেন সিনেমাহলে, এটাই আশা করব, বাংলা সিনেমা এগিয়ে চলুক আপনাদের ভালবাসা নিয়ে। অনেক শুভকামনা রইল কিশমিশ-এর জন্য'।
'কিশমিশ'- সিনেমার প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন দেব ও রুক্মিণী। সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত দেব ভেঞ্চার্সের আগামী ছবি 'কিশমিশ'-এর ট্রেলার। টিনটিন ও রোহিণী সেনকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুরু থেকেই। ট্রেলারেই যে বড় চমক দিতে চলেছেন দেব তা আর বলার অপেক্ষা রাখে না। এবারও কল্পনা ও বাস্তবের সংমিশেলে জমে গেল 'কিশমিশ'-এর ট্রেলার। একদিকে কার্টুন স্কেচ অন্যদিকে দৃশ্যের কোলাজ। অভিনেতার গলায় শোনা যাচ্ছে ভালবাসা শব্দটা ঠিক কিশমিশের মতো, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি। ট্রেলারেই বর্তমান আর অতীত মিলেমিশে একাকার হয়েছে। মা ও বাবার আদরের একমাত্র টিনটিন। যে কিনা কলেজে গিয়েই হয়ে উঠেছে ফেলুদা। ফেলুদা শুনে গোয়েন্দার কথাটা সবার প্রথমে মাথায় আসলেই এ সে ফেলুদা নয়, পড়াশোনায় ফেলুদা। তবে আঁকার হাত দুর্দান্ত। এই কলেজে গিয়েই টপার রোহিণী সেনকে দেখে প্রেমে পড়ে যায় টিনটিন। মারপিঠ, বন্ধুত্ব থেকে কখন যে জীবনে চলে আসে প্রেম, তা বুঝতে গিয়েই বড় বিপাকে পড়ে টিনটিন। একদিন রোহিণীর সকলের সামনেই সটান বলে দেয়, এত সিরিয়াস হয়ে গেলি, আমি তোকে ভালবাসি না বস। কারোর সাথে শুলেই বিয়ে করতে হবে, এমনটা সে ভাবে না এটা যেন কোনওমতেই হজম হয় না টিনটিনের। তারপর কী করবে বুঝতে না পেরেই নেয় আত্মহত্যার সিদ্ধান্ত। লজ্জায়,ঘৃণায় কুঁকড়ে গিয়ে ব্লেড দিয়ে কব্জি কেটে নাকি আত্মহত্যাও করতে যায় দেব। তবে এইসবের মধ্যেই কলেজ শেষ হয়ে বাইরের জগতে পা রাখে দুজনেই। শেষমেষ সাধের কিশমিশ ধরা দেয় তাদের জীবনে। তারপর কী হবে তা নিয়ে উত্তেজনায় টগবগিয়ে ফুটছে দর্শক। রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেব ও রুক্মিণী ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, লিলি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে। 'টনিক'-এর পর এই 'কিশমিশ'ও (Kishmish) যে বড় ব্লাস্ট করতে চলেছে বাংলা সিনেমায় তার আভাস ট্রেলারেই পেলেন দর্শক। চলতি বছরের ২৯ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।