বলিউডেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ এক অধ্যায়ের শেষ, কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলি তারকারা ৪০ দিনের লড়াই শেষ করে চলে গেলেন 'ফেলুদা' আপামর বাঙালি সহ ভারাক্রান্ত মন বলিউডেরও

বলিউডেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শোকস্তব্ধ বলিউডও। অভিনেতা রণদীপ হুডা টুইট করে শোকপ্রকাশ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের এবং সত্যজিৎ রায়ের শ্যুটিং সেটে তোলা ছবি শেয়ার করে টুইটারে পোস্ট করেছেন। লিখেছেন, "একটি অধ্যায়ের অবসান। কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মার শান্তির কামনা করি।"

বলিউডে রণদীপ হুডার পাশাপাশি শোকপ্রকাশ করেছেন আরও অনেক তারকা। সেই তালিকায় রয়েছেন, রাজকুমার রাও, অনুপম খের, নওয়াজুদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ী, দিয়া মিরজা, শাবানা আজমি, অনিল কাপুর, অমিতাভ বচ্চন। সকলের টুইটে কেবল একই কথা, ভারতীয় চলচ্চিত্র তাঁর অবদান অস্বীকার্য। 

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

তিনি যে একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন এ কথা সকলেই মানতেন। আজও তিনি নিজের কাজের মধ্যে দিয়ে সকলের মধ্যে বিরাজমান। টানা ৪০ দিনের জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে হার মানলেন ক্ষিদদা। বাঙালি হারালো উদয়ন পন্ডিতকে, হারালো ফেলুদাকে। অপুর পথ এখনও শেষ হয়নি। আকাশ পথে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, যা আজীবন থেকে যাবে সকলের মনের মণিকোঠায়।