সংক্ষিপ্ত
সম্প্রতি ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। রিল ভিডিওতে নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে জ্বলজ্বল করছে সিঁথির সিঁদুর, হাতে শাখা-পলা, লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, একেবারে যেন নতুন কনে। শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে সিঁথির সিঁদুর দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনরা অভিনেত্রীকে সিঁদুর পরতে দেখেই বাঁকা মন্তব্য করেছেন। নেটিজেনরা একজন শ্রাবন্তীকে কমেন্টে জানিয়েছেন 'এই সিঁদুরটা আবার কার জন্য ?' অনেকে আবার শ্রাবন্তীকে খোঁচা দিয়ে বলেছেন কিছু দিন মজা করার পর আবার ডিভোর্স। যদিও শ্রাবন্তী ট্রোলিংকে একদমই পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে রিল ভিডিওতে পোজ দিয়েছেন।
শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। তবে রিলেশনে যাওয়ার আগে ১০ বার ভাবার কথা শোনা গেছে অভিনেত্রীর মুখে। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। বিতর্ক যেন পিছু ছাড়ে না। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। তৃতীয় বিয়ে ভাঙার মধ্যেই তাকে নিয়ে জল্পনা যেন বেড়েই চলেছে। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। ফের টলিপাড়ার নয়া গুঞ্জন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। একাধিকবার সম্পর্ক ভাঙা-গড়ার খবরের জন্যই শিরোনামে থাকেন শ্রাবন্তী। যত না বেশি কাজের জন্য শিরোনামে থাকেন তার চেয়ে অনেক বেশি তাকে ঘিরে থাকে সমালোচনা। সম্প্রতি রিল ভিডিও শেয়ার করে একাধিক প্রশ্নের মুখে পড়েছেন শ্রাবন্তী।
সম্প্রতি ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। রিল ভিডিওতে নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে জ্বলজ্বল করছে সিঁথির সিঁদুর, হাতে শাখা-পলা, লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, একেবারে যেন নতুন কনে। শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে সিঁথির সিঁদুর দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনরা অভিনেত্রীকে সিঁদুর পরতে দেখেই বাঁকা মন্তব্য করেছেন। নেটিজেনরা একজন শ্রাবন্তীকে কমেন্টে জানিয়েছেন 'এই সিঁদুরটা আবার কার জন্য ?' অনেকে আবার শ্রাবন্তীকে খোঁচা দিয়ে বলেছেন কিছু দিন মজা করার পর আবার ডিভোর্স। যদিও শ্রাবন্তী ট্রোলিংকে একদমই পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে রিল ভিডিওতে পোজ দিয়েছেন।
যদিও শ্রাবন্তী ট্রোলিংকে একদমই পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে রিল ভিডিওতে পোজ দিয়েছেন। কারণ বিতর্ক যে তার পিছু ছাড়বে না। তা তিনি এতদিনে বুঝে গেছেন। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী। তবে শীঘ্রই ওম ঘরনি হয়েই রূপোলি পর্দায় আসতে চলেছেন শ্রাবন্তী। নতুন কনের লুক আগেও ভাইরাল হয়েছিল এবার বরকে সঙ্গে নিয়ে রিল ভিডিও শেয়ার করলেন। তবে এই কনের সাজ রিয়েল লাইফের জন্য নয় বরং রিল লাইফের জন্য বধূবেশে নজর কেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।অয়ন দে পরিচালিত 'ভয় পেও না'- ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ওম সাহানিকে দেখা যাবে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ শে মে মুক্তি পেতে চলেছে এই হরর থ্রিলার। 'ভয় পেও না'-ছবিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা যার সঙ্গে শাশুড়ির সম্পর্ক মোটেই ভাল নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান তিনি। পর্দায় ওম ও শ্রাবন্তীর রসায়ন কেমন হতে চলেছে তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা।