সংক্ষিপ্ত
এবার বড়সড় বিপাকে পড়লেন সৃজিত পত্নী । আর্থিক জালিয়াতির অভিযোগ ফেঁসে গিয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলা। তবে তিনি একা নন, তিনজন রয়েছেন একই মামলয়। মিথিলার প্রাক্তন স্বামী তাহসান রহমান খান এবং শবনম ফারিয়ার নামে ই-কর্মাস প্রতিষ্ঠানের গ্রাহক প্রতারণা মামলা দায়েল করেছেন। এবং সেখানেই মিথিলা এবং তাহসানের নাম জড়িয়েছে। যার কারণে যে কোনও সময়ে গ্রেফতার হতে পারেন সৃজিত পত্নী সহ তাহসান এবং শবনম।
সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে যে সিদ্ধহস্ত মিথিলা তাও প্রমাণ মিলেছে বারেবারে। সৃজিতের (Sreejit Mukherji) সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্স হোক কিংবা ফোটোশ্যুট সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা (Mithila)। অভিনেত্রী ছাড়াও সমাজকর্মী হিসেবেই পরিচিত মিথিলা। এবার বড়সড় বিপাকে পড়লেন সৃজিত পত্নী (Mithila) । আর্থিক জালিয়াতির অভিযোগ ফেঁসে গিয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলা। তবে তিনি একা নন, তিনজন রয়েছেন একই মামলয়। মিথিলার প্রাক্তন স্বামী তাহসান রহমান খান এবং শবনম ফারিয়ার নামে ই-কর্মাস প্রতিষ্ঠানের গ্রাহক প্রতারণা মামলা দায়েল করেছেন। এবং সেখানেই (Mithila) মিথিলা এবং তাহসানের নাম জড়িয়েছে। যার কারণে যে কোনও সময়ে গ্রেফতার হতে পারেন সৃজিত পত্নী সহ তাহসান এবং শবনম।
সৃজিত পত্নী মিথিলা (Mithila), তাহসান এবং শবনমের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা কারচুপি করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ই-কমার্সটির কর্তাব্যক্তিরা জেলে বন্দি রয়েছেন। এবার জেরা করা হবে মিথিলা-তাহসান এবং শবনমকে। গত ৪ ডিসেম্বর ঢাকার ধামমন্ডি থানায় প্রতারণার মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামের এক ব্যক্তি। থানা থেকে জানানো হয়েছে, বাংলাদেশের কিছু তারকাও যুক্ত রয়েছেন এই মামলায়। এবং সেই তালিকায় রয়েছেন (Mithila) রাফিয়াত রাশিদ মিথিলা, তাহসান (Tahsan) এবং শবনম। বর্তমানে কড়া নজরদাড়িতে রাখা হয়েছে তারকাদের। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে কোনও সময়ে অভিযোগের ভিত্তিতে তারা গ্রেফতার হতে পারেন।
আরও পড়ুন-Ameesha Patel : বক্ষযুগলের গভীর খাঁজে জ্বলছে আগুন, আমিশার ভরা যৌবনে বুঁদ ভক্তরা
আরও পড়ুন-Nia Sharma : স্তন থেকে নিতম্ব, শরীর দেখাতে গিয়েই কটাক্ষ, নগ্ন হয়ে হাঁটার পরামর্শ নিয়াকে
সংবাদমাধ্যমে সৃজিত পত্নী (Mithila) জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত কোনও আইনি নোটিশ পাননি। এবং এই বিষয়টাও তিনি সঠিকভাবে জানেন না। বর্তমানে ঢাকাতেই রয়েছেন মিথিলা। কিছুদিন আগেই কলকাতায় ছিলেন অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায় এবং পুরো পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন মিথিলা (Mithila)। ফের ঢাকার চলে আসেন মিথিলা। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ মিথিলা (Mithila)। তিনি সাফ জানিয়েছেন, আমি কিছুই করিনি। গোটা ব্যাপারটাই আমার কাছে আশ্চর্যের, আমি হতবাক পুরো বিষয়টাতে। দিন কয়েক আগে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন মিথিলা। প্রাক্তন স্বামীর তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর পেশাদার কাজ করায় ধেয়ে এসেছিল কটাক্ষ। তবে মিথিলা জানায়, প্রাপ্তবয়স্ক মানুষ দুজনে একসঙ্গে কাজ করতেই পারে। বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া মানেই কাজ করা যাবে না তা কখনওই নয়। কারণ তিনি ও তাহসান আয়রার বাবা ও মা। তাই মেয়ের কথা ভেবেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান। বাংলাদেশে থাকলেও আয়রা কখনও বাবা আবার কখনও মায়ের কাছে থাকে। এই নিয়ে তাদের কোনও সমস্যাও নেই। তবে বেশিরভাগ সময়টাতে মা মিথিলার কাছেই থাকে।